কবিতা
শিকড়ের ডানা । বদরুজ্জামান আলমগীর
লতা । মিসবাহ উদ্দিন
নিরীহ জিজ্ঞাসা বা একগুচ্ছ কবিতা । নাহিদা আশরাফী
ঠিকানা । আহমদ সায়েম
গল্প
আনন্দধারা । সাদিক হোসেন
দুই ফোঁটা অশ্রু । শেখ লুৎফর
নাটক
অবিনাশী কাল । রুমা মোদক
গদ্য
না রই সতী আমি না হই অসতী । বদরুজ্জামান আলমগীর
ভাষা, মাতৃভাষা । ফজলুররহমান বাবুল
আগুন আকাশকে ছুঁতে পারে না, বিশ্বাস আকাশকে ছোঁয় । ঋতো আহমেদ
আর্ট অফ ফিকশন : নৈঃশব্দ্যের সংলাপ । রুমা মোদক
লেখক পরিচিতি
এই ওয়েবম্যাগে প্রকাশিত পোস্টগুলোর সঙ্গে ব্যবহৃত প্রচ্ছদফলক/ব্যানার ও অন্যান্য গ্রাফিক চিত্রাবলি বিনা-অনুমতি রিপ্রিন্ট/পুনর্ব্যাবহার করার ক্ষেত্রে রাশপ্রিন্টের তরফে কোনোরূপ বাধা নাই; ঋণস্বীকার বা উৎসতথ্য উল্লেখের বিষয় একান্তভাবে ব্যবহারকারীর সৌজন্যবোধের ওপর ন্যস্ত।
# সম্ভাব্য অবদায়ক, যারা রাশপ্রিন্টে লেখা পাঠাতে ইচ্ছুক, সকলের প্রতি সনির্বন্ধ ও সানুরোধ আহ্বান নির্দ্বিধায় লেখা পাঠানোর। প্রেরিত রচনার প্রাপ্তিস্বীকার এবং প্রকাশযোগ্যতা সংক্রান্ত তথ্য সর্বোচ্চ ছয়-সপ্তাহের মধ্যে লেখক/অবদায়ককে অবহিত করা হবে। লেখাপ্রেরক/লেখকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ফেসবুক ও ব্যক্তিগত ব্লগস্পেসে ছাপানো রচনা রাশপ্রিন্টে গৃহীত হলেও অন্য কোনো ওয়েবম্যাগে পূর্বপ্রকাশিত রচনা রাশপ্রিন্ট গ্রহণ করে না। পুনর্মুদ্রণের ক্ষেত্রে রাশপ্রিন্ট নিজস্ব অভিপ্রায় অনুযায়ী লেখা চয়ন ও প্রকাশনের প্রক্রিয়া অনুসরণ করে থাকে।
# লেখা পাঠানোর প্রাক্কালে তৎসঙ্গে লেখকের ইমেইল অ্যাড্রেস, ফেসবুক লিঙ্ক এবং সম্ভব হলে সেলফোন নাম্বারের সংযুক্তি নিশ্চিত করুন। পরিশেষে উল্লেখ্য হলেও গুরুত্বপূর্ণ হচ্ছে, লেখার সঙ্গে লেখকের ব্যক্তিগত/অভিপ্রেত তথ্য সম্বলিত পরিচয়সংক্ষেপ সংযুক্তকরণ। রাশপ্রিন্ট আপনার সর্বোত সহযোগ ও শুভানুধ্যানের প্রত্যাশী।
# রাশপ্রিন্ট সংযোগ : raashprint@gmail.com / ahmedsayem@gmail.com
:: রাশপ্রিন্ট ডট কম