আব্বার আনন্দবাজার । আহমদ সায়েম
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ১:৩৬ পূর্বাহ্ণ, | ৩৪১ বার পঠিত
ঘরের কিছু সওদাপাতির সঙ্গে ঔষধ নিয়ে আসার জন্য
টাকা নিয়ে বাইরে যেতেন আব্বা
কিন্তু কোনো ঔষধ না এনে দুই হাত ভরে পাখির গান নিয়ে ফিরতেন
আব্বা বলতেন:
. ‘ঔষধ তো আমাকে একাই খেতে হবে, তারচেয়ে
সবাই মিলে খাওয়া হলে আনন্দ অনেক…’আব্বার আনন্দ খেয়ে আজ আমরা ভাই-বোনেরা
নিজেদের আনন্দ কুড়াতে-কুড়াতে আকাশছোঁয়া দূরত্বে…আব্বার আনন্দবাজার এখন অচল হাত ও পায়ের বিছানা…
ঘর একটা মিনি ঔষধের দোকান
আম্মা সেই দোকানের কাস্টমার; তবে দুজনের যৌথ
অংশগ্রহণে খেলা করে দোকানের আলোছায়াআর আমরা আনন্দহারামিরা একটু-আধটু কথা বলে
আনন্দ ফিরিয়েদেই।
ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র।
10/01/2023/