পাণ্ডুলিপি থেকে । বুনন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০০ পূর্বাহ্ণ, | ১৪০৮ বার পঠিত
বুনন – পঞ্চম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৯। সম্পাদক :খালেদ উদ-দীন, প্রচ্ছদ :নির্ঝর নৈঃশব্দ্য, পৃষ্টা :২৪০, মূল্য:১৩০ টাকা।
প্রকাশিত হলো খালেদ উদ-দীন সম্পাদিত সাহিত্যের ছোটোকাগজ ‘বুনন’ পঞ্চম সংখ্যা। ‘বুনন’ প্রতিবছর একটি সংখ্যা এখন নিয়মিত ভাবেই প্রকাশিত হচ্ছে। বাংলাভাষী লেখক-পাঠকের কাছে ‘বুনন’ খুব পরিচিত একটি ছোটোকাগজ। বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মূলধারার লেখকদের ‘বুনন’ সম্পাদক যুক্ত করেছেন এই সংখ্যায়। প্রতি সংখ্যার মতো এ সংখ্যাও বিশেষ একটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, এবারের বিষয় প্রবন্ধ। সাহিত্যের নানা প্রসঙ্গে এ সংখ্যায় প্রবন্ধ লিখেছেন, শহীদ ইকবাল, সন্তোষ ঢালী, আবুল কাইয়ুম, শিমুল মাহমুদ, ঝুমা চট্টোপাধ্যায়, জিললুর রহমান, আশরাফ জূয়েল, ইউসুফ ইকবাল, শফিক আজিজ ও আজির হাসিব।
‘বুনন’ এ সংখ্যায় রয়েছে সমকালীন এগারোটি গল্প। যাদের গল্প এ সংখ্যায় রয়েছে তারা হলেন, ওয়াহিদ সারো, অনন্ত মাহফুজ, রুমা মোদক, গাজী তানজিয়া, সোলায়মান সুমন, আশান উজ জামান, হামিম কামাল, মেহেদী ধ্রুব, মীম হুসাইন, শামসুল কিবরিয়া ও আলমগীর হোসেন।
এ সময়ের নবীন-প্রবীণ ৭৭ জন কবির কবিতা রয়েছে এ সংখ্যায়। বিশেষ করে, হাবীবুল্লাহ সিরাজী, শিউল মনজুর, জাফর সাদেক,শিহাব শাহরিয়ার। মাসুদ খান, মাসুদার রহমান। জাহানারা পারভীন, শামীম হোসেন, হাফিজ রশিদ খান, জুনান নাশিত, মুজিব ইরম, রাজীব আর্জুনি, ফারুক আফিনদী,এ কে এম আব্দুল্লাহ, শিমুল মাহমুদ, আহমেদ স্বপন মাহমুদ, জিললুর রহমান, স্বপন নাথ, রিসি দলাই, সালমান ফরিদ, পিয়াস মজিদ, নিলয় রফিক, মলয় রায়চৌধুরী, ফকির ইলিয়াস, মোস্তাক আহমাদ দীন, আকমল হোসেন নিপু…
‘বুনন’ প্রতি সংখ্যার মতো এ সংখ্যায়ও আছে কবিতার আধিক্য। এ সময়ের নবীন-প্রবীণ ৭৭ জন কবির কবিতা রয়েছে এ সংখ্যায়। বিশেষ করে, হাবীবুল্লাহ সিরাজী, শিউল মনজুর, জাফর সাদেক,শিহাব শাহরিয়ার। মাসুদ খান, মাসুদার রহমান। জাহানারা পারভীন, শামীম হোসেন, হাফিজ রশিদ খান, জুনান নাশিত, মুজিব ইরম, রাজীব আর্জুনি, ফারুক আফিনদী,এ কে এম আব্দুল্লাহ, শিমুল মাহমুদ, আহমেদ স্বপন মাহমুদ, জিললুর রহমান, স্বপন নাথ, রিসি দলাই, সালমান ফরিদ, পিয়াস মজিদ, নিলয় রফিক, মলয় রায়চৌধুরী, ফকির ইলিয়াস, মোস্তাক আহমাদ দীন, আকমল হোসেন নিপু, অশোক তাঁতী, আনোয়ার কামাল, মাজুল হাসান, সৈয়দ আফসার, আহমদ সায়েম, তৈমুর খান, সুব্রত সরকার, তমিজ উদ্দীন লোদী, ওবায়েদ আকাশ, শিবলী মোকতাদির, সব্যসাচী হাজরা, সেলিম মণ্ডল, শতানীক রায়, অমলেন্দু বিশ্বাস, মামুন মুস্তাফা, তুষার কবির, ভাগ্যধন বড়ুয়া, গিরীশ গৈরিক, পলিয়ার ওয়াহিদ, নুসরাত নুসিন এর কবিতাগুলো কবিতাপাঠকে মুুগ্ধ করবে বলে মনে হয়।
এছাড়াও মারলন জেমস একটি গল্পের অনুবাদ করেছেন তুষার তালুকদার। ‘বুনন’ বিশেষ ভ্রমণ আখ্যানও উল্লেখ করার মতো, লিখেছেন, ফজল হাসান।
‘বুনন’ পাঠকের ভালোবাসা পাক এই কামনা করি।