ঘরে ফেরা : বদরুন নাহার
প্রকাশিত হয়েছে : 14 June 2018, 11:31 am, | ১২৬৪ বার পঠিত

ঘরে ফেরা
ঘরে ফেরা এক বিশ্বাস
বহুদিন কেটে গেছে ভেবে ভেবে
মানুষ ঘরে ফেরে।
আর পৃথিবীর কক্ষপথে, কৃষ্ণগহ্বরে ক্রমশ ঘন হয়
প্রেম!
এইভাবে মানুষ ফিরে আসে…
ঘরে ফেরা এক বিশ্বাস
বহুদিন কেটে গেছে ভেবে ভেবে
মানুষ ঘরে ফেরে।
আর পৃথিবীর কক্ষপথে, কৃষ্ণগহ্বরে ক্রমশ ঘন হয়
প্রেম!
এইভাবে মানুষ ফিরে আসে…