মোটর-বাইক উইথ ক্রিস্টিনা পেরি । হাসান শাহরিয়ার
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৮, ১২:৩৩ পূর্বাহ্ণ, | ২৪২০ বার পঠিত
তুমি দেখতেছ না — ব্রীজের ভিতর একটা নদী কীভাবে হারাইয়া যাইতেছে; দুপুরের টকটকা রোদ আছার খাইয়া পড়তেছে নতুন বিল্ডিংটার গা’য়- তোমারে সে খুইঁজা পাইবো কই? রাতেরবেলা নগর ছাইড়া হাইওয়ে ধইরা জ্বলতেছে ট্রাকের হেডলাইট; কে টের পাইতেছে তার চাকার আগে একটু ঘুমাইতে চাইছিল অন্ধকার? এইসব কিসের ইশারা? কার মুখ নিতে নিতে তোমার আর আমার লগে এরাও পার হইতেছে আমাদের অচেনা রাস্তা? এইসব রাত — শীত আসতেছে বইলা আযান দিছিল কোন এক ভোরে; সেই ভোরের পিছে আমারে নিয়া কি ছুটতেছে তারা? তুমি আমারে এইসব নিয়া কিছু বল। আই হোপ দ্যাট ইউ সি রাইট থ্রু মাই ওয়ালস / আই হোপ দ্যাট ইউ ক্যাচ মি কজ আ’ম অলরেডি ফলিং …
যেইদিন ক্রিস্টিনা পেরি প্রথম শুনছিলাম, মনে হয় — এইরকম কিছু ভাবতেছিলাম। আমি অনেক কিছুই ভাবি। মানে এইভাবে নিজেরে আমি কোনখানে যাইতে দেখি। আর কারো রাস্তা অথবা কারো নাড়াইয়া যাওয়া শূন্যস্থান থেইকাও দূরে থাকতে পারি। এইভাবে কোথায় যাইতেছি?
যেইখানে যাইতেছি আমি — সেইখানে আমার সাথে তবে তুমিও থাকো। যদিও এইরকম কিছু আমি নিজেই ডিসাইড করতে পারি না কিছুতেই। অতএব আমারে ফের তোমার দিকেই তাকাইয়া থাকতে হয়। তুমি হাত বাড়াইয়া রাখছো আমার জড়তার আরেক কিনারে; আমার অহংকারের কাছে জইমা রইছে এই কাতর ইশারা — এইটা তুমি বুঝতেছ কি? যেন আমি একটা মোটর-বাইক; দূরের রাস্তায় সকাতরে মিইশা যাইতেছি একজন নার্সিসিস্টের প্রেম নিয়া।
যেই তীরে ভাইসা উঠছি আমি
চোখ খুললে দেখি ধইরা রাখছি তোমার হাত;
যদিও এইরকম কিছু ভাবি নাই আমি।
ভাবি নাই- এইভাবে আমারে উদ্ধার করবা তুমি।আমার চারপাশে বিছাইয়া রাখছো তোমার দুই হাত
যেন ঘরের ভিতর ঘুমাইতেছি আমি শিশুর মত ঘুম।কতবার আমারে এইভাবে ফিরাইয়া আনবা ঘরে
কতবার ডুইবা যাবার পরে
আমার নিঃশ্বাস টানতেছ তুমি আমার কিনারে বসে।এন্ড আই হোপ দ্যাট ইউ সি রাইট থ্রু মাই ওয়ালস
আমি হারাইয়া যাবার আগে আমারে খুঁইজা নিবা তুমি।
আমাদের ভালোবাসা এইরকমই থাক
যেন ঘরের ভিতর ঘুমাইতেছি আমি শিশুর মত ঘুম
আমার চারপাশে বিছাইয়া রাখছো তোমার দুই হাত।
মূল গান:: আর্মস
এলবাম:: লাভস্ট্রং
রিলিজড ডেইট:: ২০১১
সিঙ্গার:: ক্রিস্টিনা পেরি