একক চিত্রপ্রদর্শনী নিয়ে শিল্পী সত্যজিৎ রাজন
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৫ পূর্বাহ্ণ, | ৩৩২৪ বার পঠিত
মাহি রহমান : তরুণ চিত্রী সত্যজিৎ রাজন রচিত চিত্রমালার একটি নির্বাচিত সম্ভার নিয়ে একক প্রদর্শনী আয়োজিত হয়েছে রাজধানীর জয়নুল গ্যালারিতে। এই প্রদর্শনীর মধ্য দিয়েই শিল্পীর অভিষেক ঘটতে চলেছে শিল্পকলার সুপরিসর ময়দানে। ০২ অক্টোবর রবিবার প্রদর্শনীর উদ্বোধন ও হপ্তাব্যাপী চিত্রসন্দর্শনের দ্বারোদ্ঘাটন হতে চলেছে। বেলা ০৩ ঘটিকায় আনুষ্ঠানিক উদ্বোধনে অভ্যাগত অতিথিবৃন্দ ও সমুজদার চিত্রকলানুরাগীদের এক সম্মিলনী হতে যাচ্ছে বলে আয়োজকরা আশা করছেন।
যদিও জনসমক্ষে সুব্যবস্থিতভাবে সত্যজিৎ রাজনের কাজের উপস্থিতি এই পয়লাবার, তিনি চিত্রচর্যায় ব্যাপৃত রয়েছেন চলতি দশকের পুরোটা জুড়ে। এরই মধ্যে তরুণতর শিল্পশিক্ষার্থী ও ছবিরসভোক্তাদের পরিমণ্ডলে চিত্রী রাজনের রেখা ও বর্ণপ্রয়োগের ধরন-ধারা আগ্রহের সঞ্চার করেছে। তেলরঙ, কালিকলম ও মিশ্র মাধ্যমে এঁকে চলেছেন রাজন একাধারে ক্যানভাসে এবং কাগজে। সেইসব আঁকাজোখার ভেতর থেকেই কিউরেট করা কাজগুলো উপস্থাপিত হতে চলেছে আসন্ন প্রদর্শনীমণ্ডপে। গোটা প্রদর্শনীটি কিউরেট করার দায়িত্ব পালন করছেন বাংলাদেশের নবতর চিত্রকলানুশীলনের দিশারীগণ্য শিল্পী রনি আহম্মেদ।
ছোট-বড় মিলিয়ে, ক্যানভাসে এবং বিভিন্ন প্রকারভেদের কাগজে, তেলরঙে এবং মিশ্রিত প্রকৃতির আঁককর্মের সমবায়ে শিল্পীর অর্ধশতাধিক রচনা স্থান করে নিচ্ছে এই প্রদর্শনীতে। ‘নক্ষত্রগুহা এবং ছায়াপথের ত্বক’, ইংরেজি শীর্ষনামায় Starcave & The Galactic Skins, প্রদর্শনীর উদ্বোধনী দিনে আলঙ্কারিক অধিবেশনে প্রধান অতিথি থাকছেন শিল্পী আবুল বারক আলভী। নির্বাচিত কয়েকটি চিত্রকলার নিদর্শন নিয়ে, এবং তরুণ শিল্পীর সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞাতব্যসমূহ সমেত, একটি ক্যাটালগ উদ্বোধনী দিন থেকে সমাপনী দিন ০৮ অক্টোবর পর্যন্ত প্রদর্শনীস্থানে পাওয়া যাবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। ক্যাটালগ তথা প্রদর্শনীস্মারক ছবিনিদর্শনী বইয়ের নকশা করেছেন অরূপ বাউল। প্রদর্শনী সংক্রান্ত অন্যান্য অনুষঙ্গের শৈল্পিক দিকনির্দেশনায় অবদান রেখেছেন শিল্পী সব্যসাচী মিস্ত্রী। কিউরেশনের কাজটি সমাধা করছেন সর্বোপরি রনি আহম্মেদ।
সত্যজিৎ রাজনের জন্ম ১৯৮৩ সনে সিলেটে। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর এই শিল্পী শিল্পকলা অ্যাকাডেমি থেকে একটি ডিপ্লোমা করেন ১৯৯৯-২০০১ মেয়াদের মধ্যে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষায়তন থেকে অঙ্কনকলার উপরে তিনি ডিগ্রিধারী নন। অপ্রাতিষ্ঠানিকতার চিহ্নগুলো এই শিল্পীর অঙ্কনকৌশল ও অঙ্কিত অমূর্ত/প্রমূর্ত বিষয়-বিষয়ীর গন্তব্য নির্ধারণের ক্ষেত্রে নির্ণায়কের ভূমিকা নিয়েছে বলা যায়। প্রাতিষ্ঠানিক জাড্য বিবর্জিত সত্যজিৎ রাজনের কাজের ব্যঞ্জনা চিত্রপাঠকদের চোখে আলাদা আলোয় সনাক্ত হবে আশা করছেন প্রদর্শনী আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পীর শুভার্থীরা।
ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস ঢাকা ইউনিভার্সিটির জয়নুল গ্যালারিতে সত্যজিৎ রাজনের একক অভিষেক প্রদর্শনী ০২ অক্টোবর থেকে ০৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত সচল রইবে। কেবল উদ্বোধনী দিনের কার্যক্রম শুরু হবে বেলা ০৩ টায়; এছাড়া বাকি দিনগুলো সকাল ১১:০০ থেকে সন্ধে ০৭:০০ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রইবে।