কয়েক পৃষ্ঠা ভোর ও একটি কবিতা
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২১, ১১:১০ পূর্বাহ্ণ, | ৮৯২ বার পঠিত
এবারের অমর একুশে গ্রন্থমেলা ২০২১’-এ নাগরী প্রকাশনিতে আহমদ সায়েম’র তৃতীয় কবিতার বই কয়েক পৃষ্ঠা ভোর পাওয়া যাবে। বইটি বের হয়েছিলো দুই হাজার উনিশের বইমেলায়।
বইমেলাতেও পাওয়া যাচ্ছে, নাগরী প্রকাশন প্যাভিলিয়ন -৫১০-৫১১। মেলার বাইরে বাতিঘরএ পাওয়া যাবে। অনলাইনেও ওডার করা যায় রকমারি থেকে।
বই থেকে একটি কবিতা তুলে রাখা হলো পাঠকদের জন্য।
নো-ম্যান্স ল্যান্ড বা নিশ্বাসের অস্তিত্ব
দূরত্ব যতটা বাড়িয়ে দিয়েছ ফিরে দেখি— এখনও
তোমার মাঝেই স্বপ্ন দেখি
পাপ আর সৌন্দর্য কোনও মাপের মধ্যেই যায় না— তবু কী কথা
হয় বলতে পারো দুই সীমান্তের মধ্যবর্তী ছায়ায়…
পাখির শব্দে তো কোনও সীমানা আঁকা নেই, মেঘের সীমানায়ও
দেওয়া নেই কারও নাম…
তবু বৃষ্টি হচ্ছে সকল দেয়ালে দেয়ালে—দেয়ালে দেয়ালে
লেখা হচ্ছে মানুষের চোখ, ঠোঁট ও নিশ্বাসের অস্তিত্ব…
২
যে-কথাগুলো তুলে রেখেছি গানে গানে
তার একটা ছায়া মেপে দেখেছি, আর কোনও পরিধি
ধরা গেল না
না কোনও রং বা শব্দ
সীমানায় হয়ত ভাগ করে দিয়েছ কয়েকটি নিশ্বাস, কিন্তু
তারা গানের অর্থ পেয়ে যাবে প্রতিদিন স্কুলের খাতায়…
৩
যে পথে সীমানা আঁকা হয়েছে তাদের নাম আর বলা যাবে না
তাদের জন্য তুলে রাখা হয়েছিল
পাণ্ডুলিপি থেকে কয়েকটি— বা বিশেষ কিছু
—কবিতা
কিন্তু তারা পায়ের শব্দ গুনে গুনে পকেটে ভরতি করেছে
পর্দা-ঝুলানো গান…
সীমারেখা টানা হয় উচ্চতা দেখানোর জন্য…
কিন্তু ভেতরের বিড়ালটা যে কত নিচে
নেমে গিয়েছি তা আজ সন্ধ্যার পরেই জানা যাবে…