নবীগঞ্জের বর্ষবরণ উত্সব ও রূপবান নাট্যপালা
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৬, ১০:০৮ অপরাহ্ণ, | ২০৯৬ বার পঠিত
মাহি রহমান : বঙ্গাব্দ ১৪২৩ সাল সমাগত। ক্ষণ গণনার পালা সাঙ্গ হতে যাচ্ছে ভোর হতেই। বাংলাদেশের আনাচেকানাচে সালতামামি এবং একইসঙ্গে সালস্বাগতকরণের শোর চারিদিকে। জেলাশহরগুলোতে, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে তো বটেই বর্ষবরণের প্রস্তুতি সারা। বাংলা বছর শুরু হয় সূর্যোদয় নিয়ে।
প্রতিবারের ন্যায় এবারেও নবীগঞ্জের ‘আনন্দ নিকেতন’ বর্ষবরণ উত্সবের আয়োজন করেছে। ‘বর্ষবরণ উত্সব ১৪২৩’ দিনব্যাপী অনুষ্ঠানতালিকায় এইবার আনন্দ নিকেতনের বিশেষ আয়োজন লোকসাংস্কৃতিক মেলা। কালজয়ী বাংলা লোকনাট্য ‘রূপবান’ পরিবেশনা আকর্ষণের অন্যতম কেন্দ্র হতে যাচ্ছে এই উত্সবে।
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ‘আনন্দ নিকেতন’ গত দেড়-দশকেরও বেশি কালের একটি সাংস্কৃতিক শিক্ষণ-শিখন ও পরিবেশনকারী বিকাশকেন্দ্র হিশেবে সুনাম ও সমাদর কুড়িয়ে চলেছে। এই সাংস্কৃতিক শিখনবিকাশের কেন্দ্র নবীগঞ্জের শিশু-কিশোরকিশোরী এবং ললিতকলাগ্রহী তরুণ-যুবাদের একটি প্রিয় প্রতিষ্ঠান।
গত দশ-বছরেরও অধিক কালব্যাপী নিকেতনের নিয়মিত শিখনকোর্সসমূহ চলার পাশাপাশি বিভিন্ন গুণীজন সংবর্ধনা, গান-নৃত্য ও আবৃত্তি পরিবেশনার ঋতুভিত্তিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর সাড়ম্বর উত্সব ছাড়াও বর্ষবরণ উত্সবের আয়োজন নবীগঞ্জের সর্বমহলে সমাদৃত।
বর্ষবরণ উত্সবের বোধনমুহূর্ত সকাল ৯টায়। সারাদিনের অনুষ্ঠানকৃত্য সম্পন্ন হবার সাপেক্ষে উত্সবের পর্দা নামবে বিকেল ৫টায়। আগামী ১৪ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার এই উত্সব সকলের জন্য উন্মুক্ত রেখে এতে সার্বিক সহযোগ ও শরিক হবার আহ্বান জানিয়েছেন উত্সব-আয়োজনকারী পক্ষ।
নবীগঞ্জের উপজেলা পরিষদ প্রাঙ্গন জুড়ে এই উত্সবের মিলনমেলা বসতে চলেছে। আনন্দ নিকেতনের আয়োজনে এতে সার্বিক সহযোগিতা পাওয়া গিয়েছে নবীগঞ্জ উপজেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের।