ছোটদের জন্য ছোটগল্পের বই
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৬, ১১:৫৩ অপরাহ্ণ, | ২০৮৩ বার পঠিত
এখানে, এই বইয়ের আওতায়, মোটমাট আটটি গল্প সংকুলিত হয়েছে। এর মধ্যে যেমন ভূতের গল্প রয়েছে, তেমনি রয়েছে বেদনা আর সহমর্মিতার মানবিক আবেগ-উজ্জীবক গল্প, স্থান পেয়েছে বন্ধুত্ব ও পরিবার-বন্ধনের মূল্যবোধস্মারক গল্প, বাদ যায়নি বৈজ্ঞানিক কল্পগল্পও।
বইয়ের নামগল্প ছাড়াও ‘পরীক্ষায় গোল আলু’, ‘ভূতের বিদেশযাত্রা’, ‘আড্ডা’, ‘তাবিজ’ প্রভৃতি কাহিনিরেখার আকর্ষণ-চৌম্বকত্ব পড়তে পড়তে টের পাবেন সম্ভাব্য সকল বয়সেরই পাঠক-সাধারণ। প্রত্যেকটি গল্পের শুরুতে শিরোনামশীর্ষে প্রায় আধপৃষ্ঠা জায়গা জুড়ে রেখাবলম্বী চিত্র বইটিকে আরও সুদৃশ্য, শোভামণ্ডিত ও নজরকাড়া করে তুলেছে।
লেখক মনির হোসেন শাহীন, বইয়ের তৃতীয়-প্রচ্ছদে ফ্ল্যাপতথ্য পড়ে জানা যাচ্ছে, গোটা-চল্লিশেক বই লিখেছেন ইতোমধ্যে এবং এর সব-কয়টিই গত দুই-দশকের কালপরিসরে প্রকাশিতও হয়েছে। সেসব বইয়ের মধ্যে প্রধানত বড়দের জন্য, পরিণতমনস্ক ও প্রাপ্তবয়স্ক পাঠকের জন্য রচিত অধিকাংশত, উপন্যাস হলেও মনির হোসেন শাহীন শিশুকিশোরদের উপযোগী বিচিত্র ধরন ও প্রকরণের বই লিখে আসছেন তার লেখকজীবনের গোড়া থেকেই। আলোচ্য বইয়ের অগ্রভাগে লেখকরচিত ও পূর্বপ্রকাশিত বইয়ের একটা তালিকা পাওয়া গেল।
‘স্কুলের ঘণ্টা’ ছাপা হয়েছে ‘তোড়া প্রকাশনী’ বাংলাবাজার ঢাকা থেকে। এর প্রকাশকাল অক্টোবর ২০১৫ খ্রিস্টাব্দ। প্রচ্ছদ ও বইয়ের ভেতরভাগের ছবিগুলো এঁকেছেন মোহাম্মদ রবিন। বইটির দাম বাংলাদেশী মুদ্রায় ৮০ টাকা মাত্র।