রাজধানীতে উত্তরের হাওয়া প্রাক-বৈশাখেই
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০১৬, ১১:৩২ অপরাহ্ণ, | ১৮৫৬ বার পঠিত
মাহি রহমান : উত্তুরা হাওয়া আসে শীতের বারতা নিয়া বাংলায়। কিন্তু আসন্ন এই বৃষ্টিঋতুতে, এই প্রাক-বৈশাখে, কেন হঠাৎ উত্তুরা হাওয়ার প্রসঙ্গ? বুঝি ঋতুশ্রেষ্ঠী শীত পুনরাসন্ন? নগরনিসর্গ তো অঘটনঘটনপটু, হতেও পারে এমনও যে মাত্র-গত-হওয়া রাজহংসতন্বী শীতের গাড়ি মধ্যপথে ঠেকে ফের ফিরিছে এতদঞ্চলে। সে-রকম কিছু না আদৌ, তবে বেশ-কতকটা সে-রকমও।
রাজধানীর উত্তরানিবাসী কবিদের আয়োজনে এই বৃষ্টিবিপুলা বাংলায় একটা সাহিত্যআড্ডা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ এপ্রিল ২০১৬ শুক্রবার সাড়ে-তিনটায়। এই অনুষ্ঠানেরই শীর্ষ ‘উত্তরের হাওয়া’, যেখানে গেলে খবর পাওয়া যাবে শীত ছাড়াও জগতের অন্যান্য নৈসর্গিক ঋতুর, আর এইখানেই মিলবে হদিস বাংলা সাহিত্যে হালফিল ঋতুরচয়িতা তথা কবি-লেখকেরা নাগরিক এহেন স্বর্গাদপি গরিয়সী নরকে নির্মাণ করে চলেছেন কতটুকু অনন্ত ঋতুর পরিসর।
পরপর তিন-তিনটি দশকের ১৫ জন কবি এবং একজন কথাসাহিত্যিক তাদের নিজেদের কাজ সমবেত অনুধ্যায়ী পাঠক-পরিজনদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। কবিতা পাঠ করবেন নব্বইয়ের দশকে আবির্ভূত কবিদের মধ্য থেকে ৬ জন, প্রথম দশকের ৫ জন এবং দ্বিতীয় দশকের ৪ জন কবি। বিশেষ অধিবেশনে একটি উপন্যাসপাণ্ডুলিপি থেকে পড়ে শোনাবেন স্বয়ং ঔপন্যাসিক। মিথস্ক্রিয়াপর্বে ভাবনাবিনিময় করবেন উপস্থিত অতিথি, অভ্যাগত সমুজদার ও কবি-লেখকবর্গ।
উল্লেখ্য, ‘উত্তরের হাওয়া’ ব্যানারে এইটেই প্রথম অনুষ্ঠান। পর্যায়ক্রমে এই ব্যানারেই বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ও উদিত-উদীয়মান কবি-লেখকদের সঙ্গে পাঠকসংযোগ ঘটানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলিয়া আয়োজক তরফ থেকে জানা যায়।
এই চৈত্রক্রান্তির মুহূর্তে, ২৫ চৈত্র ২০২২ বঙ্গাব্দের বিকেলবেলায়, ‘উত্তরের হাওয়া’ আনুষ্ঠানিকভাবে অবতরণ করছে ভূবাংলায়। দেখা যাক সেই হাওয়ার ঔদার্য ও উত্তালতা, পার্শ্বস্থ নৈসর্গিকতা, আগুয়ান গতি; বাংলা সাহিত্য ও কবিতায় আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক সর্বোতপ্রকারে হাওয়া লাগুক দশদিকের।
‘উত্তরের হাওয়া’, ৩ দশকের কবির কবিতাসন্ধ্যা ও আড্ডা, অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরার ৪ নং সেক্টরের র্যাব-১ কার্যালয়ের পেছনে অবস্থিত ‘হোটেল আমির’ মিলনায়তনে। ৮ এপ্রিল শুক্রবার ছুটিদিনের বেলা সাড়ে-তিনটা থেকে উত্তীর্ণ-সন্ধ্যা অব্দি অনুষ্ঠান চলবে।