বের হচ্ছে ‘শূন্য দশকের লেখক অভিধান’
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৫, ৫:৪৬ পূর্বাহ্ণ, | ১৯৫৯ বার পঠিত
মাহি রহমান : বের হচ্ছে ‘শূন্য দশকের লেখক অভিধান’। শূন্য দশকের কবি ও সাহিত্যিকদের পরিচিতি নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে এই অভিধান।
অভিধানে সংযোগক্ত করা হয়েছে লেখকের নাম (ইংরেজি বানানসহ), সার্টিফিকেট অনুযায়ী পুরো নাম, ডাক নাম (যদি থাকে), জন্মতারিখ, জন্মসাল, জন্মস্থান, পৈতৃক নিবাস, মাতৃনিবাস, পিতা-মাতার নাম, স্ত্রী-স্বামীর নাম, ক’ ভাই ক’ বোন ও কততম আপনি, শিক্ষা ও প্রতিষ্ঠানের নাম (সর্বশেষ ডিগ্রি), পেশা (প্রতিষ্ঠানের নাম ও বর্তমান অবস্থান), সম্পাদিত পত্রিকা (প্রথম কত সালে প্রকাশিত, এ পর্যন্ত কত সংখ্যা বেরিয়েছে), লেখার বিষয় কি কি, প্রকাশিত গ্রন্থ (বিষয় ও প্রকাশসাল উল্লেখপূর্বক), অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অবদান, পুরস্কার, মোবাইল নম্বর, ই-মেইল, ওয়েব ঠিকানা (যদি থাকে) এবং এককপি ছবি।
অভিধান সম্পর্কে সম্পাদক আহমেদ ফিরোজ জানান, অভিধানটি ৪০তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (২৭ জানুয়ারি-৭ ফেব্রুয়ারি) এবং অমর একুশে গ্রন্থমেলা (১-২৮ ফেব্রুয়ারি) ঢাকায় পাওয়া যাবে।
অভিধানটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। প্রকাশনায় রয়েছে মেঘ প্রকাশন এবং পরিবেশক কথাপ্রকাশ।