আলোকচিত্রী আফজাল হোসেন’র একক আলোক চিত্র প্রদর্শনী শুরু আজ
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫, ৪:০১ পূর্বাহ্ণ, | ১৮২৩ বার পঠিত
প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। আলোকচিত্রীর এটাই তার প্রথম একক প্রদর্শনী। দেশের বিভিন্ন-প্রান্তে তোলা ৭০টি ছবি এখানে প্রদর্শিত হবে।
প্রদর্শনী সম্পর্কে আফজাল হোসেন বলেন, দর্শকদের সঙ্গে ছবির যোগাযোগ ঘটিয়ে প্রকৃতির আরো কাছাকাছি নিয়ে যাওয়াই আমার প্রচেষ্টা।
সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি প্রদর্শনী সম্পর্কে বলেন, এটা আমাদের এ সংগঠনের ধারা বাহিক কার্যক্রম। আলোকচিত্রী আফজাল হোসেন আমাদের এ সংগঠনের একজন সক্রিয় সদস্য । তার তোলা ছবি দেশ দেশের মানুষের কথা বলে, আমরা তার ছবি নিয়ে ৩ দিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছি। এ প্রদর্শনী নতুন আলোকচিত্রীদের যেমন ভাল ছবি দেখার ব্যবস্থা করবে তেমনি তারা ছবি তোলার প্রতি আরো উৎসাহিত হবে।
৩ দিনের এই প্রদর্শনীর শেষদিন হবে ১৬ই ডিসেম্বর বোধবার। সবার আন্তরিক সহযোগিতা আশা করছের আফজাল হোসেন।