প্রিয়ঙ্কা রিয়েল চরিত্রে অভিনয় করেছেন আগেই (ভিডিওসহ)
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫, ২:১৭ পূর্বাহ্ণ, | ২৪০০ বার পঠিত
মাহি রহমান : অনেক কষ্টে যখন শেষ হয় একটা সিনেমার কাজ, শেষথক হাজির হয় দর্শকের সামনে, কেউ আর কখন ছেড়ে কথা বলে না। প্রিয়ঙ্কা রিয়েল চরিত্রে অভিনয় করেছেন আগেই, মাথার ঘাম পায়ে ফেলে নিজেকে মেরি কম করে তুলেছিলেন। আর এ বার তো একেবারে ঐতিহাসিক চরিত্র। কাশীবাঈ দিয়ে দর্শক, সমালোচক সকলকে মুগ্ধ করে দিতে চান এ বারও। কী ভাবে নিজেকে তিলে তিলে কাশীবাঈ করে তুললেন প্রিয়ঙ্কা? সেই ভিডিওই প্রকাশ হল এ বার।