টোকন ঠাকুরের শিশুতোষ চলচ্চিত্র ‘রাজপুত্তুর’
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫, ৭:১৩ পূর্বাহ্ণ, | ২৪১৭ বার পঠিত
মাহি রহমান : কবি, নির্মাতা টোকন ঠাকুরের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য ছবি রাজপুত্তুর। ইতোমধ্যে ছাড়পত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্মাতা। পরিচালক জানিয়েছে ছবিটি একাডেমীর মিলনায়তন গুলোতে প্রদর্শনী হবে।
নির্মাতা টোকন ঠাকুর জানান, ছবি প্রদর্শনের সিদ্ধান্ত নেবে শিল্পকলা একাডেমি। কবে নাগাদ এর প্রদর্শনী শুরু হবে, সেটা এখনো জানা যায়নি। তিনি বলেন, ‘ছবিতে বৃদ্ধ কবির নাতনি পুপেদি ও তার খেলার সাথি সুকুমারের গল্প চিত্রায়িত করা হয়েছে। এই সুকুমারই গল্পের রাজপুত্তুর।’
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কবিগুরুর শিশু-কিশোর রচনা থেকে স্বল্পদৈর্ঘ্য ছবির চিত্রনাট্য আহ্বান করেছিল সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত প্রথম চলচ্চিত্র রাজপুত্তুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি।
নির্মাতা টোকন ঠাকুর বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের অনুদানে শহিদুল জহিরের গল্প কাঁটা অবলম্বনে আরেকটি ছবির কাজও করছেন।