ছোটন আশরাফ এর কবিতা
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০১৪, ৫:৪১ পূর্বাহ্ণ, | ১৬৬৫ বার পঠিত
১.
আমার এক চোখ আরেকটি চোখকে তাড়া করছে প্রতিনিয়ত
ক্রমশ বাম থেকে ডানে, ডান থেকে বামে, উপরে নিচে, সবদিকে।
আমি তার মাঝ বরাবর একটা আলপিন ফুটিয়ে রেখেছি।
২.
তোমার রক্তমাংসের মধ্যে বেড়ে উঠছিল বিষন্নতা কেবল।
তবু আমি সকল বিপন্নতার ভিড়ে তোমায় খুঁজেছি।
অনুভূতি আমার ঝাপসা মেঘের মতো
ছুটছিল সব দূরস্টেশন।
কিন্তু সেবার,
তোমাকে ফালা ফালা করে কেটে, আমি আর জোড়া লাগাতে পারিনি।
জ্যামিতি আমি বুঝিনা
এমনকি নির্মাণের ধ্যানও আমার কখনো ছিলনাকো।
তোমাকে ব্র্যাকেট-এ রেখে,
‘ইকুয়াল টু’-এর দুদিকেই
আমি যথাযোগ্য নিয়মে কাটিকুটি করি।
পৃথিবীর সব শাসনের প্রতি তখনও অসৎ ছিলাম আমি।)
এখন বাতাস ছেড়ে ঘুড়ির টানের মতো
আর একের পর এক সব খোসা ছাড়াবার মতো
আমারও ক্ষরণ জন্মেছে রকমফের ভালোলাগার কাছে।
৩.
আমাকে ভুলতেই হবে শস্যের মালিকানা…
মালিকানা…!
আণবিক জরায়ুর দাহ, সোজা রাখতেই হবে ধানের শিরদাঁড়া
আমিষ কুটুম্বে করছি যদিও তার রহস্যবিচার।
আর শ্রমসুর
পুরোটা দিনের মজুর,
প্রতিদিন বুকের আয়তন
ছিঁড়ে ফেলার মতোন সহজ অভ্যাসে।
৪.
সব নদী চিরকাল দূরবর্তীয় থেকে যাবে,
নদীর নকশায়, পৃথক কোন বিরুদ্ধস্রোত আঁকা নেই বলে নয়,
ফুরিয়েছে তার জন্ম আয়োজন।
৫.
আ-শব্দ। আ-মৃত্যু। আ-জন্ম। আয়োজন।
শব্দ মানেই দ্রোহ
শব্দ মানেই জন্ম আয়োজন
এই বোধ।
এই যুদ্ধ। এমন বাতায়ন কার গায়ে ঘেষে…?
আ-আমি। আ-আমরা। আ-কুল। আয়োজন।
ছোটন আশরাফ
জন্ম:- নারায়ণগঞ্জে , ২০ জুন ১৯৮৭ , সমগীত সংস্কৃতি প্রাঙ্গন- এর একজন সাংস্কৃতিক কর্মী । “ওঙ্কার” – নামক একটি সাহিত্য পত্রিকা সম্পাদনায় যুক্ত , পরবর্তী সংখ্যা প্রকাশের অপেক্ষায় আছে ।