কথা বলি নীরবে । পলাশ দত্ত
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৩, ১০:৫৮ অপরাহ্ণ, | ৪১৯ বার পঠিত
*
অনেক অনেক রঙ; স্বেচ্ছায়
চলে যায়, নানান ফুলের
কাছে। তুমি তাদের চেয়ে
দূরে; তুলে নাও স্মৃতির
খাতায়। ফুল চেনে না কে;
সে শুধু দ্যাখে— তোমায়;
*
সামান্য দুটি পা; দেখে,
ভুলে যায়— কোথায় যাবে।
দূরে, রয়ে যায়, দূরত্ব;
তোমার পায়ে; এত কাছে—
থেমে যায়, চাকা; ক্লান্ত
পৃথিবী যেমন; একা,—
*
উজানের জলে, সেই
ব’সে থাকে, একা; ছুঁয়ে
দিকচক্রবাল। সে তোমার
ছায়া— অনন্ত ফেরারি;
থেকে থেকে, ফিরে যায়—
দূরে, হৃদয়-বিহারী।
*
বেদনা; যদি খুঁজে
পাও- এ-জীবনে আবার;
তাহলে ফিরে এসো।
কথা তখন, হারাবে
না ব্যস্ততায়;— নীরবে
তাকাবে;— শান্ত পূর্ণ,
*
সেখানে; ভাষা নেই আর;
না-জেনে খোঁজা— ঝড়
বা পিপাসা; হারায় যে
আচমকা;— ফেরা নেই তার;
জেগে ওঠে; নিষ্প্রভ এক
রাতে; মাইল মাইল কোন্ দূরে,
*
কিছু মুখ মরণোত্তর,
কিছু বেদনার। তুমি
যা পাবে, সে সিদ্ধান্ত
একার। অক্ষত জীবন,
বিক্ষত স্মৃতি; ডেকে
যাবে— নিয়তি?, বিস্মৃতি;
*
যেখানে গাছ নেই, সেখানে
মানুষের মতো বসা নয়।
তার চে’ বরং, দু’চার বিন্দু
পাখি হয়ে যাক, ঝলসানো রোদে;
ডানার সাহসে, উড়ে পালাক;
সূর্যের কাছাকাছি, মেঘে।
*
তুমি তো ফুলের পাশে;
দাঁড়াও, প্রতিদিন। পাও
কী নতুন— একই তো ফুল?
পুরনো, সূর্যের মতো,
ফুলগুলি ফোটে;— যারা
আলোর মতো; স্বয়ং নবীন,
*
মানুষ; অতটা পারে
না: পূর্ণ ভালোবাসা
হৃদয়াতীত বোঝাপড়া;
সব সে রাখে— জীবনের
ভেতর; পাখিও স্বাধীন
বরং;— উড়ে গিয়ে বাঁচে,
*
গড়ানো ফুল;— পায়ের কাছে;
ভয় পায়; নিয়ে নেব নাকি!
পাতা, তীক্ষ্ণ লাল— ঠোঁটের
মতো। মাটিতে আঁকা,
মৃদু দুটি পা, ধরে
রাখো— চুম্বনের সকাল,
*
এসো ক্ষোভ, অন্ধকারে;—
ছুড়ে ফেলো, যা-কিছু
দিনের আলো; আর যা ভুল।
বর্ধিত অন্ধকারে,
লেখ সেসব, যা-সত্য;
এপাশে স্মৃতি;— আহত।