গাউগেরামের কবিতা । মুজিব ইরম
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৩, ৯:৫৭ অপরাহ্ণ, | ৩৫২ বার পঠিত
১টি কৃষি কবিতা
ধানের মৌসুম আসে তোমাদের গাঁয়ে
গত জন্মে
ধান মাড়াইয়ে
আমিও দিয়েছি ডাক
নীরবে পড়েছি ঝরে তোমার উঠানে
ছিটিয়েছি জালা
হালিচারা লাগিয়েছি
কাদাজলে মেখেছি তফন
আমিও কেটেছি ঘাস রেশমি আদরে
এই জন্মে
কেনো যে আবার যেতে চাই
ধানকাটা লোক হয়ে তোমাদের গাঁয়ে!
গাউগেরামের কবিতা
আমরা তো গাউগেরামের লোক…
মাকে আমরা মাই বলে ডাকতাম
বাবাকে বাবাজি…
মায়ের ছিলো হাঁসমুরগি
রান্নাঘর
পুত্রকন্যা…
বাবার ছিলো গোয়াল ভরা গরু
মাঠ ভরা ধান
পুকুর ভরা মাছ…
আমরা তো গাউগেরামের লোক…
বাবা যেন ধানি বিল, মা যেন বা পদ্মফোটা ঝিল।
রাই
আমারে গাইছো তুমি বিনিদ্র সানাই…
আহা
কী করে যে পাই
দেহ ভরা সুর তুমি
তোমার সুরের পন্থে নিজেরে লুটাই…
এই সুর রাঙা ধূলি
এই সুর রঙিলা চরণ
পাইমু গো পাইমু গো তারে
সুরের আবির নিতি গায়েতে মাখাই…
এই সুর দেখি আমি নয়ন মুদিয়া
নিতি কাঁদি নিতি হাসি তোমারে খুঁজিয়া…
দাদীগাছ
দাদীর কবরে দু’টি জাম গাছ ছায়া হয়ে থাকে…
সেই কবে
নতুন কবরে কারা রোয়ে দিয়েছিলো…
প্রতিবার
জাম ধরে থোকা থোকা হাজারে হাজার
প্রতিবার
জাম পাকে গোলগাল হৃষ্টপুষ্ট
হাজারে হাজার…
দাদীর কবরে দু’টি জাম গাছ ফলে ভরে থাকে
ফলগুলো খেয়ে যায় পাখি
দাদীর কবরে গাছ দাদী বলে ডাকি…
শব্দখোর
প্রথম যেদিন আমি শব্দ পান করি
জ্ঞান হারিয়ে ফেলি
আর
নিজেকে আবিষ্কার করি চৌঠা আসমানে…
লালনীল মাছ ধরি
আমার কচি পা দু’টি
উঁচুনিচু আসমানে টলমল করে…
পৃথিবীর আকাশে আকাশে এত মাছ
এত এত শব্দধূম্রজাল
ধরি আর হুঁশ হারাই…
আর আমি কওমের কবি হয়ে উঠি…