একগুচ্ছ কবিতা । সব্যসাচী হাজরা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২২, ১১:১২ পূর্বাহ্ণ, | ৩৬৭ বার পঠিত
মানুষ-৬
অনন্তখোলা খবর নেয় আমি পাঠের কাঠমানুষ
চিরে রাখি জলভোলা নদীর
. ব্যস্ত আপেল
এই কার্বনপ্রিয়তা সহ্য করো পৃথিবী
ওই জলবাদলের গা গা গা
ধাক্কা দিয়েই গড়িয়ে গ্যালো হাসি না বিবি
বিভিন্ন দিয়ে মেখে রাখা খিদে
তোমাকে দিলাম কাঠমানুষের গাছ
. পরজীবী…মানুষ-৭
মিউ-তরঙ্গ ঝুলিয়ে রাখছে খিদে
লার্নিং মেশিনে তার মস্তিষ্ক ফোটে
মানুষ = মস্তিষ্ক হোঁচট খেলো যারা
তাদের দেহমিটার দাও
পিংপং খেলছেন ত্রিলোকের তিনি
মাথাসই পাখি
. আজ মোটাদাগে
. উত্তেজিত হোলো আমার ভূগোলে
আমিও গোলক ঠেলে
. আপনাকে দিই
. ভিনগ্রহের প্রাণী
. ও
. হাওয়ামিটার…মানুষ-৮
বিদেহ যা তৈরি হোলো ভঙ্গুরে
অতিকাম মধ্যকাম মন্দকামে যারা আগল খোলে
. কলকাতার
নারীগমনের আলোয় লোহা শব্দের কাছে
. মানুষ আজ হেমতাল
আমরা কাটিয়ে এলাম মুখ ও খর পৃথিবীর
. খুচরো অসুখ
মহাজাগতিক সুতোয় বাঁধা ট্রেন
. সোনালী সেন
অটল হচ্ছে ইথারের কাছে…মানুষ-৯
এই গোলক প্লুটোনিয়াম
আহত মায়ের মুখে হতপাখির গুণাগুণ
আমরা আয়ত হচ্ছি ত্রিভুজের জল্পনা ছিঁড়ে
আর মলাট খুলছি কালজ্ঞান খুলছি মহাকালের
স্ফুরিতক এসো
রহ রহ মানুষের লবে হরে এসো
ভগ্ন মনুর জলঢালা গাছে
হিলিয়াম ভ’রে দাও
গাছ উড়ে যাক
. স্তন প’ড়ে থাক আপেল-মানুষে…মানুষ-১০
৯ ৬-এ ভাঙা, ৬ ৯-এ গড়া
এই নিয়েই ৮১ ও ৩৬
একটাই ৫৪
. যার প্যাঁচে তৈরি হাত ও আঙুলের গোলমাল
এই ঘরের দেওয়াল ও আলোসাহেবের কথা
গ’ড়ে দিচ্ছো অন্ধকারের ভর
নরবনে স্ত্রীকরোটি বনরণে গড়া
আজ পৃথিবীর একটাই নাভি
. ভাসনে
. ৯ ৬
. ৬ অথবা নয়…মানুষ-১১
শিক্ষার খরা এই খোলাটোলে
মানুষ তবুও খিদের জন্য বাঁকে, টাল খায় আবেগে
দেহতলের ঘুম
আজ মিসেস নি গৃহজাত গলা থেকে
. খুলে নেয় গান
মহাচিৎ গ্রহ আগ্রহে ফেরি করা মুখ
আমরাও পড়ি
মনু উচ্চতায়
ধর্মটোলের মাথা চিবিয়ে খাচ্ছে মুখ
মুখোশকে শাসন করি
. বঙ্গে
. বাংলায়…