আর্ট অফ ফিকশন : নৈঃশব্দ্যের সংলাপ । রুমা মোদক
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২১, ৩:৫২ পূর্বাহ্ণ, | ৭৫০ বার পঠিত
মাঝে মাঝে নিজেকে নিজে প্রশ্ন করি কেনো লিখি?কজন পাঠকের কাছে পৌঁছাতে পারি?জীবদ্দশায় উপভোগ্য জনপ্রিয়তা নেই, মৃত্যুর পর মূল্যায়ন নিশ্চিত নয়।তবু কেনো লিখি! আবদ্ধ কূয়োয়
নিজেকে খুঁড়ে খুঁড়ে পৌঁছে যাই বিশ্বের মহৎ লেখকদের কাছে।ইতালো কালভিনো যখন বলেন, নিজেকে মোকাবেলা করতে হবে,তা করতে গিয়ে এমন কিছু খুঁজে বের করতে হবে যা একেবারে নতুন,অভিনব”-ক্লান্ত হবার অবকাশ আমার আড়মোড়া ভাঙে।
কিংবা গুন্টার গ্রাস যখন বলেন, লেখায় আসলে কী হয়,ক্ষুদ্র অংশ মিলে একটি সমগ্র তৈরি হয় ঠিক যেভাবে পাথর খোদাই করতে করতে পূর্ণতা পায় একটি সম্পূর্ণ ভাস্কর্য” আমি ভীষণ ভাবে আবিষ্কার করি লেখক জীবনের অপূর্ণতা,এক সমগ্রের সন্ধানে আমার অসম্পূর্ণ, অতৃপ্ত যাত্রা এই লেখা,লিখতে থাকা। অর্থ নয়, বিত্ত নয়,এক বিপন্ন বিস্ময় তাড়িত ভুবনে ঘুরপাক।
এলিস মুনরো, সালমান রুশদী, ঝুম্পা লাহিড়ী, ইতালো কালভিনো,ওরমান পামুক, কাজুও ইশিগুড়ো প্রমুখ লেখকদের লেখালেখির ভাঁজে ভাঁজে আলো ফেলে প্যারিস রিভিউ উন্মোচিত করেছেন তাঁদের অন্তর্জগত। তার অনেক কয়টি বাংলায় অনুবাদ করেছেন কথাশিল্পী এমদাদ রহমান।
প্রকাশ করেছে জলধি, প্রচ্ছদ করেছেন তাইফ আদনান।
হতে চাওয়া,হয়ে উঠা,কিংবা খ্যাতির শিখরে থাকা লেখকদের অবশ্য পাঠ্য এক বই “নৈঃশব্দের সংলাপ”। পাওয়া যাচ্ছে রকমারি, নির্বাচিত,কবিতা ক্যাফে সহ অনলাইন অফলাইনের সব বই বিক্রয় কেন্দ্রে।