তিনটি কবিতা | সৈয়দ আফসার
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৯, ৪:০৭ অপরাহ্ণ, | ১৬২২ বার পঠিত
আবছায়া
জলে ভাসে জল, চোখ হয় নীল
রহস্যে ঘিরে রাখো সব
স্থির থাকে মায়া
রাত্রি গভীর হলে ঘুরে আসে যে-মুখ
সে কি তুমি?
দক্ষিণে সমুদ্রমহাল, উত্তরে আবছায়া…
তামা-কাসা
তুমি জানলে না পিতলের বাটি… ভাতের সরা
শরীর খুলেছে ঘামে– তুমি খুলে আছো
ব্যথা সারাতে কাঁটাচামচের ফাঁকে-ফাঁকে
অ্যালুমিনিয়াম
তুমি কি জেনেছ কিছু— জলকলসি, পরিপূর্ণ ঘড়া
জলের ভেতর রুয়ে যাও স্মৃতি, তামা-কাসা
কুড়ানো মাশুল
কুড়িয়ে যদি নাও আর্ত চোখে
কিছু তো হাল্কা হবে—
অন্তত একদিন পাহারা দেবে
হ্দদয়হীন মনের জোর
বাকিতে আপাত একদিন হলেও হ্নদয় সম্বল
আর যা হবে সবই ভাবব ইচ্ছামৃত্যু
ভুলের মাশুল