রূপনদী অথবা মরুর সম্ভাব্য কুয়োতলা । আহমেদ বাসার
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৯, ১২:১৯ পূর্বাহ্ণ, | ১২৭৭ বার পঠিত
মরুর সম্ভাব্য কুয়োতলা
ক্ষমতার নুনে মাখা আতাফল নই
তিতা করলার মতো পড়ে আছি
মাবুদের সবজিখেতে
আমাকে মাড়ায় কত তীর্থমুখী পা
বহুপদ উচ্চ সিঁড়ি অভিমুখী
পায়ের ডগায় এঁটে থাকে অহমের আটা
মাকালের বিষ্ঠা পেয়ে অতীব সুখী
কিছু পদ কেঁছোময় উর্বর মাটি ছেনে তুলে আনে
অতলের ননী, তাদের ধুলো নিয়ে উঠে আসি
জীবনের ঊষর তলায়, নিজেকে খুঁড়ে খুঁড়ে বানাই
মরুর সম্ভাব্য কুয়োতলা…রূপনদী
সে নদী খুঁজি, তোমার রূপ গলে গলে
যে নদী বয়ে গেছে কামাখ্যা আর পরানগলির
রুক্ষ পাথরের দুঃখ ভেঙে ভেঙে
স্থবির ইতিহাসে কোথায় সে কাগজের মলিন
পৃষ্ঠায় শুয়ে আছে অতীত স্মৃতির রোমান্সভরা
জাগ্রত অক্ষরবনে, বহু গ্রন্থের পৃষ্ঠায়
ওষ্ঠের উষ্ণতা মেখে চেখে দেখেছি কোথাও
আছে কিনা তোমার লাবণ্যঝরা লবণনদীর
হারানো আস্বাদ, বিস্বাদের ফোঁটা ফোঁটা
রক্তস্বাদ জেগেছে কেবল চেতনার কর্তিত আলজিভেজাগতিক বহু মাটি খুঁড়ে দেখেছি, শরীরী গন্ধভরা
প্রাগৈতিহাসিক কোনো নগ্ন নদীর ভগ্নহাত আছে কি পড়ে
উর্বরা সময়-রূপসীর তিলভরা দেহ সুষমায়
আছে কি অক্ষয় বিস্ময়ের সেই শস্যময় আধার?তোমার ঠোঁটে
আমাকে গেঁথে নাও তোমার ঠোঁটে
দক্ষ মাছরাঙা যেভাবে ঠোঁটের বড়শিতে
গেঁথে নেয় সুচতুর মাছ।
ওষ্ঠের তিল থেকে তুলে নিয়ে লাবণ্যের বিষ
দ্বিধাহীন মেখে নাও অধর লালায়
জিভের আঠায় যত লেগে থাকে ক্ষুধার আকর
বুকের ওম ছুঁয়ে পড়ে থাক কামনার পায়
নাকের চূড়া হতে ঝরে যদি মৎসীনী ঘাম
চেতনার হাঙর তাকে চেটেপুটে খাক
বুকের যুগল থেকে নামে যদি দীর্ঘরাত
আকাঙ্ক্ষার অশ্ব পরুক উদোম পোশাক।