বিরহপুর ও অন্যান্য কবিতা । তৈমুর খান
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৮, ১১:৪১ পূর্বাহ্ণ, | ১৩৭৬ বার পঠিত
সংবাদ
আবছা শহর
চলন্ত বাস
হস্তমৈথুন
কলরব
পার হচ্ছে ক্লান্তদিন
আমাদের শয়নঘর
রাত্রি
কিছুটা নির্ঘুম
পার হচ্ছে চাঁদ
বিমলাকে আর ম্যাসেজ পাঠাই না
ভাঙা লণ্ঠন
তুলসীমঞ্চ
সাদা বালুচরী তাঁত
খোলা কবরীর ঘ্রাণ
লুটোপুটি
ছুঁয়ে যায় মৃত স্মৃতিদের জ্বর
পাশ ফিরি, ভোর হয় আবার নতুন সংবাদ
কল্লোল
কল্লোল এসেছে
ওর সেই নিপুণ মাছরাঙা
আর প্রাচুর্যের বিম্বগুলি
চৈতন্যের শিহরনে কাঁপা
আমি ওর স্পর্শ পাই
স্পর্শে উজ্জীবিত আয়ু
যুদ্ধের তাঁবু হয়ে যায়
আমিও শব্দের সৈনিক
নিয়ন্ত্রণরেখার পাশে দাঁড়াই
ফিরে আসে কল্লোলের অতন্দ্র অভিঘাত
সত্য
সত্য আছে
কোথাও সত্য আছে
আমাদের রাত্রিবাস শেষ হলে
আরক্তিম সকালে সূর্যের হাসি কুড়িয়ে পাই
চলো, এগিয়ে যাই আগামীর পথে
একদিন সত্যের সাথে দেখা হবে
আমরা সব ঘুড়ি গুটিয়ে নেবো সুতো ছিঁড়ে যাওয়ার আগে
বিরহপুর
সমস্ত জীবন ধরে আমারই প্রেমের কাহিনি
এতদিন যা বলেছি অথবা বলিনি
কিছুটা কুয়াশাচ্ছন্ন , কিছুটা ঝলমল
আলো আঁধারিতে মাখামাখি
কিছুটা শিশির বিন্দু, কিছুটা অশ্রু টলমল
সন্ধ্যার চাঁদ থেকে ভোরের চাঁদ
মাঝখানে নিস্তব্ধতা, হয়তো জাগরণ রাখা
হয়তো নতুন স্বপ্নকথা
স্বপ্নকথায় ঘুমিয়ে পড়া রাত
হেমন্তের শীত , বসন্তের ধুলো
চিঠি লিখে গেছে বারোমাস
সেসব বাংলার ৠতুগুলো —
কল্পনার পাখি চলে গেছে উড়ে
সন্ধ্যা নেমেছে মহাশূন্য ঘিরে
সে আসেনি, তার শুধু ঘ্রাণের নূপুর
উথাল পাথাল করে গেছে
আমার আবহমান বিরহপুর…
গড়ে যাচ্ছি
ধর্মতত্ত্ব ঈশ্বরতত্ত্ব আরও বিপন্ন তত্ত্বের ভেতর
গড়ে যাচ্ছি
কোথাও আকাশ নেই
বাতাস নেই
অবিশ্বাসের বিষ নীল হয়ে আছে
প্রজনন হারিয়ে যাচ্ছে তীব্র সঙ্গমের কাছে
অকৃতজ্ঞ
মৃত্যু ছলকাচ্ছে
আর্তনাদ পড়ে আছে
রক্তে ভেজা মাটি
কোন্ সকাল এল আজ ?
নিষ্ঠুর হাসাহাসির ভেতর কোথাও দাঁড়াবার জায়গা নেই
সহানুভূতি পালিয়ে যাচ্ছে অন্ধকারের নির্বাসনে