একুশে বই মেলায় বই-বই আর বই
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৮, ১১:৩৩ অপরাহ্ণ, | ১৮৮১ বার পঠিত
অমর একুশের বই মেলায় প্রকাশিত হচ্ছে পৃথিবীর ১১ টি দেশের সেরা ১১ টি রূপকথার অনুবাদ নিয়ে ‘ফুলেদের দ্বীপাঞ্চল‘-নামের বই।
বইটিতে গল্প অনুবাদ করেছেন- সুনির্মল চক্রবর্তী, দেবজ্যোতি ভট্টাচার্য, আফসানা বেগম, কবির চান্দ, রথো রাফি, মহাশ্বেতা রায়, অনন্ত উজ্জ্বল, প্রশান্ত সরকার, দীপক রায়, চৈতি রহমান এবং এহসান হায়দার।
গল্পগুলোর সাথে একটি চমৎকার ভূমিকাসহ বইটি সম্পাদনা করেছেন- এহসান হায়দার।
ফুলেদের দ্বীপাঞ্চল- বইটিতে নান্দনিক প্রচ্ছদ ও ভেতরের পাতায় দৃষ্টিনন্দন ছবি এঁকেছেন চিত্রশিল্পী রাজীব দত্ত।
বইটির দাম রাখা হয়েছে- ১৫০ টাকা।
ছোটদের জন্য মজার এই বইটি বইমেলায় প্রকাশ করছে- দ্যু প্রকাশনের শিশু কিশোর প্রতিষ্ঠান- দুন্দুভি।
মেলায় দ্যু প্রকাশনের স্টলে গেলেই আগ্রহী পাঠকেরা সংগ্রহ করতে পারবেন।