মঞ্চনাটক – নারীপুরাণ
প্রকাশিত হয়েছে : 02 November 2017, 11:34 pm, | ১৭৯২ বার পঠিত

‘শতভিষা’ নারীদের সাংস্কৃতিক সংগঠন। তাদের অভিষেক ও প্রথম নাটক মঞ্চায়ন হচ্ছে আগামীকাল, নারীপুরাণ নামে।
রচনা ও নির্দেশনায় – মোস্তাক আহমেদ। নাটকটি আগামী কাল (৩ নভেম্বর ২০১৭) শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চায়ন হবে। একই অনুষ্ঠানেই সংগঠনের লোগোও উম্মোচন করা হবে। দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।