এক গুচ্ছ কবিতা । মালেকুল হক
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৭, ১:০৯ পূর্বাহ্ণ, | ১৫২৩ বার পঠিত
হাইকুগুচ্ছ
বৃষ্টির ফোঁটা
যেন পাকা ডুমুর
শ্রাবণ সন্ধ্যা
২
শ্বাশত দ্বার
স্বাদ নেয় ফোটার
ঝরায় গাছ
৩
ভোরদানিতে
প্রভাত লাল জবা
ফুটে রয়েছে
৪
পূর্ণ চাঁদও
আঙুল কেটে ফেলে
নীরবতায়
৫
মাছরাঙার
স্বপ্ন নিয়ে অতলে
মাছের ঝাঁক
৬
নিজেকে ভেঙ্গে
টুকরো করে ক্রোধ
কাচের পোকা
৭
শীতের শেষ
আশায় ছেয়ে গেছে
গাছের ডাল
৮
শব্দ মার্বেল
মেঝ-জুড়ে ছড়ানো
ছায়ার গান
৯
আজ বেঁধেছি
তোড়ায় সব রং
অতীত আমি
১০
দৃষ্টির সীমা
প্রান্তে ছড়িয়ে দিচ্ছে
শিল্পের বীজ
১১
লাল ঈগল
ছায়ায় তৈরি স্নেহ
অন্য ঈগল