উপন্যাস নিয়ে এই মেলায় নেছার আহমদ জামাল
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৭, ১১:৩০ অপরাহ্ণ, | ১৬৭৯ বার পঠিত
সুবর্ণ বাগচী : ঠিক একমাস আগে শেষ-হয়ে-যাওয়া বাংলাদেশের সর্ববৃহৎ বইমেলায় যে-কয়টি উপন্যাস প্রকাশিত হয়েছে, প্রতিষ্ঠিত উপন্যাসকারের পাশাপাশি ফেব্রুয়ারিকালীন বইমেলায় বের হয় প্রতিশ্রুতিশীল অনেক উপন্যাসকারের পয়লা কাজ, এর মধ্যে নেছার আহমদ জামাল নিয়ে এসেছেন ‘মরীচিকার ঢেউ’ শীর্ষক নিজের প্রথম উপন্যাস।
থ্রিলারের আদলে আবর্তিত হয়েছে উপন্যাসের কাহিনি। কিন্তু ক্রাইম থ্রিলার ঘরানার কাহিনি আবর্তনের চেষ্টা সত্ত্বেও গোটা আখ্যানে লেখকের অজান্তেই (আন্দাজ করছি লেখকের অজান্তে, স্বেচ্ছাকৃতও হতে পারে বৈকি) সামাজিক সুখদুঃখ অনুপ্রবিষ্ট হয়েছে যা না-থ্রিলার না-সামাজিক গল্পবস্তু করে তুলেছে এর পটভূমি ও অন্তরাত্মাটাকে। এর ফলে ঘরানাসংকটে যেমন পড়েছে লেখাটা, ক্রাইসিস ঘনীভূত হতেও অনেকটা বাধাগ্রস্ত হয়েছে ক্ষণে ক্ষণে। কাহিনির অনেক জায়গায় বিশ্বাসযোগ্য সম্ভাব্যতা তৈরিতেও রচয়িতার বেশকিছু বেখেয়াল লক্ষ করা যায়। গ্রাম ও শহরের দ্বৈরথে এর উপজীব্য গল্প অত্যন্ত মানবিক ও মননাবেগিক হওয়া সত্ত্বেও কতিপয় শিল্পকুশলতার তরিতমহেতু গল্পটা প্রায়শ অতিনাটকীয় হয়ে পড়েছে। এই সমস্ত খামতি পুষিয়ে দিয়েছে লেখকের স্বচ্ছ চোখের দেখা, স্বাভাবিক বর্ণনাভঙ্গি, এবং সর্বোপরি কিছু আঞ্চলিক কথনভঙ্গিমা ব্যবহারে লেখকের প্রচেষ্টাটাও উপভোগ্য হয়েছে।
এমনিতে অবশ্য গল্পবয়ন যথেষ্ট পরিণত, চরিত্র চিত্রণেও উপন্যাসকার সীমাবদ্ধতার মধ্যেও সম্ভাবনার নজির হাজির করেছেন, সবকিছুর পরে লেখকের প্রথম উপন্যাসপ্রয়াস হিশেবে এর যাবতীয় প্রচেষ্টা সাধুবাদযোগ্য।
বইয়ের বাহ্যিক উৎপাদনমান উল্লেখযোগ্য উন্নত। বইবাঁধাই, ব্যবহৃত কাগজ, ছাপামান সবকিছু বিবেচনায় নিয়ে বইটি দৃষ্টিনন্দন। বইবিন্যাসের কলা পাঠকের প্রশংসা কুড়াবে সন্দেহ নেই। পাঁচফর্মা কলেবরের বই নির্ভুল ফর্ম্যাট এবং অত্যল্প মুদ্রণবিভ্রাট নিয়ে উজ্জ্বল অবয়বে হাজির পাঠকদোরগোড়ায়।
বইটি প্রকাশ করেছে এই বছরেই প্রকাশনাভুবনে মহরৎ হওয়া ‘চিলেকোঠা’ প্রকাশনী। বইয়ের ব্লার্ব থেকে জানা যাচ্ছে, এই বইটি ২০০৭ খ্রিস্টাব্দে প্রকাশিত বইয়ের পরিমার্জিত ও চাহিদাভিত্তিক সংস্করণ। দশবছরের ব্যবধানে এসে লেখকের কাছ থেকে নতুন উপন্যাস আশা করবেন নিশ্চয় পাঠকবর্গ, ‘মরীচিকার ঢেউ’ সংস্করণ পড়ে লেখকের পাঠকগোষ্ঠী শিগগির নতুন উপন্যাস পড়ার আকাঙ্খা ব্যক্ত করতেই পারেন। প্রথম উপন্যাস পাঠে রেয়াতি দৃষ্টিভঙ্গির পাঠক দ্বিতীয় উপন্যাসে লেখকের সঙ্গে সত্যিকারের সংযোগ গড়ে তুলবেন আশা করা যায়।
এই বইয়ের প্রচ্ছদ করেছেন সত্যজিৎ রাজন। বইটা ছাপা হয়েছে সিলেট থেকে। এর বিপণনকৌশল সম্পর্কে জানা না-গেলেও সিলেটের বইদোকানগুলোতে এবং ‘চিলেকোঠা’ কার্যালয়ে যোগাযোগ করে বইটি খরিদ/সংগ্রহ করা যাবে। মার্চের ২০ থেকে শুরু হওয়া সিলেটের কেমুসাস বইমেলায় ‘চিলেকোঠা’ স্টলেও বইটি পাওয়া যাচ্ছে। এর ধার্যকৃত মূল্য ১৩০ টাকা।
মরীচিকার ঢেউ ।। নেছার আহমদ জামাল ।। প্রচ্ছদ : সত্যজিৎ রাজন ।। চিলেকোঠা প্রকাশনী ।। ২৮, সুরমা টাওয়ার, ভিআইপি রোড, সিলেট