গদ্যবই নিয়ে এই মেলায় ইফতেখার মাহমুদ
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ৯:০৪ অপরাহ্ণ, | ২৩৭৫ বার পঠিত
সুবর্ণ বাগচী : ফিনফিনে ঘুড়ির মতো স্বচ্ছ ও সম্পন্ন গদ্যে ধনী ইফতেখার মাহমুদ। বাংলা ন্যারেটিভের শরীরে এখন বহুধাঁচের বিচিত্র গদ্য প্রচলনের চেষ্টা নানাদিক থেকেই হচ্ছে, তা-সত্ত্বেও বৈঠকী লিখনশৈলীর গদ্য অল্পই চোখে পড়ে। এই লেখক, ইফতেখার মাহমুদ, অনেকদিন ধরে ফেসবুক ও অন্যান্য ওয়েবক্ষেত্রিক পত্রিকাগুলোতে লেখার মধ্য দিয়ে বৈঠকী ফিকশনভাষার নিদর্শন পাঠকের সামনে হাজির করে চলেছেন। সহজিয়া আবেগ এবং রসপূর্ণ বুদ্ধিদীপ্তির আভা তার লেখায় মিশে থাকে। এবং রয়েছে তার গল্পবয়নের স্বভাবঋদ্ধ শৈলী, যা পাঠকের কাছে সহজগম্য ও সর্বদা সাবলীল। ২০১৭ বইমেলায় ইফতেখার মাহমুদের বেরিয়েছে ‘কথা আর গল্পের জীবন’ শিরোনামে একটি গদ্যবই।
ইফতেখার মাহমুদ কথাসাহিত্যিক হিশেবে এর আগেই নিজেকে চেনায়েছেন ‘শিকড়ে শাখায় মেঘে’ উপন্যাসের মধ্য দিয়ে। এইবার তার না-আখ্যানমূলক বই ‘কথা আর গল্পের জীবন’; ননফিকশন্যাল হলেও বইটি গল্পচ্ছলে লেখা, প্রাবন্ধিক ভাষার অযথা দাঁতকিড়িমিড়ি বিন্যাসের বাক্যসংগঠন ও যুক্তিশৃঙ্খলা তাতে নেই বলেই রিডার প্রায় কাহিনিপাঠের মতো অবলীলায় বইটির সঙ্গে সেঁটে থাকতে পারবেন পাঠকালে। এর রেশও, পড়া শেষ হলেও, রয়ে যাবে রিনরিন সুরের মতো স্বতশ্চল।
‘কথা আর গল্পের জীবন’ বইটি প্রকাশ করেছে ‘দেশ পাবলিকেশন্স’, ঢাকা থেকে, ২০১৭ বইমেলায় দেশ পাবলিকেশন্সের স্টল ৫০২-৫০৩ নাম্বার প্রকোষ্ঠে যেয়ে পাঠক বইটার দেখা পাবেন। বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি মেলাকালীন দেশস্টল ছাড়াও দেশের বইবিপণীগুলোতেও খোঁজ করে পেয়ে যাবেন পাঠক।
গল্পচ্ছলে কথাবোনা এই গদ্যচয়নিকায় বিচিত্র কয়েকটি বিষয়ে ভিন্ন ভিন্ন নিবন্ধ গ্রন্থিত হয়েছে। যে-কয়েকটি বিষয় নিয়ে লেখা রচনা আছে সেগুলো হলো : ‘ভুলে যাওয়া মনে পড়া’, ‘খাওয়াপর্ব’, ‘নামমাত্র’, ‘সিগারেট’, ‘বাড়ি বিষয়ক’, ‘সময় নিয়ে’, ‘যেসব কথা গল্পের মতো’, ‘বিজ্ঞাপনে ফ্যাশনে’, ‘ভাষায়’, ‘বিদ্যালয়ের নাম বিশ্ববিদ্যালয় এবং পেশার নাম শিক্ষকতা’ প্রভৃতি।
ইফতেখার মাহমুদের আরেকটি বই প্রকাশিত হয়েছে, এই মেলাতেই, একই প্রকাশনী থেকে। এইটা গল্পবই। দ্বিতীয় বইটির নাম ‘হে দিগ্বিদিক, হে অদৃশ্য’, গল্পসমুজদার পাঠক বইটি হাতে নিয়ে নিরাশ হবেন না বলেই মনে হয়। এই দুটো বইয়ের সঙ্গে দেখাসাক্ষাৎ হতে পারে ‘দেশ পাবলিকেশন্স’-এর ৫০২-৫০৩ নাম্বার স্টলে একটু উঁকি দিলে। লেখকের সঙ্গেও হয়ে যেতে পারে দেখা পাঠকের।
কথা আর গল্পের জীবন ।। ইফতেখার মাহমুদ ।। প্রচ্ছদ : ধ্রুব এষ ।। প্রকাশক : দেশ পাবলিকেশন্স ।। ঢাকা ।। প্রকাশকাল : অমর একুশে বইমেলা ২০১৭