গল্পবই নিয়ে এই মেলায় তমাল রায়
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ৮:৩২ পূর্বাহ্ণ, | ১২৬৬ বার পঠিত
সুবর্ণ বাগচী : বইমেলা ২০১৭ প্রাক্কালে বেরিয়েছে কবি তমাল রায়ের গল্পবই ‘হ্যালুসিনেটেড অক্ষরমালা’। পাঠকের হাতের স্পর্শ পাবার জন্য বইটি ইতোমধ্যে নান্দনিক বিন্যাস ও বাঁধাই নিয়ে মেলার ময়দানে প্রকাশনামণ্ডপে শোভা পাচ্ছে।
একাধারে গল্পকার ও সাহিত্যসম্পাদক তমাল রায় পশ্চিমবঙ্গবাসী। তিনি সাহিত্যপত্রিকা সম্পাদনা ও প্রকাশনার ক্ষেত্রেও দক্ষতার স্বাক্ষর রেখে এরই মধ্যে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে পরিচিতি অর্জন করেছেন। অনলাইনভিত্তিক বাংলাদেশজ প্রকাশনাগুলোতেও তমাল রায়ের রয়েছে সক্রিয় পদচারণা। ‘ঐহিক’ নামে একটি সাহিত্যপত্রিকা ও প্রকাশনাগারের তিনি যুগপৎ সম্পাদক ও প্রকাশক। কাগুজে মুদ্রিত ‘ঐহিক’ পত্রিকাটি অনলাইন সংস্করণের পাশাপাশি ঋদ্ধ সংখ্যা উপহার দিয়ে চলেছে। সম্প্রতি ‘ঐহিক’ কর্তৃক প্রকাশিত কবি রণজিৎ দাশ সম্মাননা সংখ্যাটি পাঠকের নজর কেড়েছে।
‘হ্যালুসিনেটেড অক্ষরমালা’ প্রকাশিত হয়েছে বাংলাদেশ থেকে। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন।
তমাল রায়ের সদ্যপ্রকাশিত গল্পবইটি ২০১৭ বইমেলায় চৈতন্য প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। চৈতন্য প্রকাশনীর স্টল রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান অংশে, স্টল নাম্বার ৬৩৪-৬৩৫। এছাড়া কলকাতা বইমেলায় ফেব্রুয়ারি পয়লা দিন থেকেই বইটি পাওয়া যাচ্ছে ‘ঐহিক’ স্টলের টেবিলে। ঐহিকের টেবিল নং ১০৬। এছাড়াও ‘নতুন কবিতা’ স্টল নং ১৪০ ও ‘কৌরব’ স্টল নং ২১৫-তেও বইটি পাঠক খুঁজে পেতে পারেন।
হ্যালুসিনেটেড অক্ষরমালা ।। তমাল রায় ।। প্রকাশক : চৈতন্য প্রকাশন ।। প্রকাশকাল : অমর একুশে বইমেলা ২০১৭, ঢাকা ।। কলকাতা বইমেলা ২০১৭