নির্বাচিত গল্প সংকলন নিয়ে এই মেলায় পাপড়ি রহমান
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ, | ১৪৮৪ বার পঠিত
সুবর্ণ বাগচী : কথাসাহিত্যিক পাপড়ি রহমানের ‘নির্বাচিত গল্প’ বইমেলায় হাজির হচ্ছে এইবার মেলার প্রথম দিনেই। বিগত দশক-দুই ধরে লেখা আখ্যানভাগ থেকে বাছাই-করা পঁয়তিরিশটি গল্প বেছে নিয়ে এন্থোলোজিটি নির্মিত হয়েছে। এরই মধ্যে বইটি সুদৃশ্য প্রচ্ছদে বাঁধাই হয়ে পাঠকসমক্ষে হাজির হবার জন্য প্রস্তুত।
সংকলনটি নির্বাচিত ও পরিকল্পিত হয়েছে লেখকেরই অনুমোদন নিয়ে সম্পাদিত হয়ে। এটি সম্পাদনা করেছেন খালেদ উদ-দীন। সম্পাদকের পরিকল্পনা ও পরিশ্রমের ছাপ বহন করছে বইটির সুন্দর অঙ্গবিন্যাস ও মুদ্রণপারিপাট্য। কবি ও ‘বুনন’ সাহিত্যপত্রিকার সম্পাদক হিশেবে খালেদ উদ-দীন লিখনজগতে পরিচিত। প্রকাশিত সম্পাদনাকাজটিতেও যত্ন ও সৌকর্যের স্বাক্ষর তিনি রাখতে পেরেছেন।
উল্লেখ্য, নব্বই দশকের গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক পাপড়ি রহমান ছোটগল্পকার এবং উপন্যাসিক হিশেবে পাঠকাদৃত। রচয়িতার উপন্যাসগুলোর মধ্যে আলোচিত ও উল্লেখযোগ্য যথাক্রমে ‘বয়ন’ ও ‘পালাটিয়া’। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর পাপড়ি রহমান একাধারে লেখক, সম্পাদক, গবেষক এবং অনুবাদক। প্রকাশিত গল্পবইগুলোর মধ্যে রয়েছে ‘লখিন্দরের অদৃষ্টযাত্রা’, ‘হলুদ মেয়ের সীমান্ত’, ‘অষ্টরম্ভা’, ‘ধূলিচিত্রিত দৃশ্যাবলি’, ‘মৃদু মানুষের মোশন পিকচার’, ‘মামুলি জীবনের জলতরঙ্গ’, ‘শহর কিংবা ঊনশহরের গল্প’ প্রভৃতি। উপন্যাসসমূহের মধ্যে ‘পোড়া নদীর স্বপ্নপুরাণ’ এবং ‘মহুয়া পাখির পালক’ পাঠকের সমাদর লাভ করেছে গত দুই দশকের সীমায়। রয়েছে লেখকের নির্বাচিত গল্পের একটি ইংরেজি অনুবাদ ‘Lilies, Lanterns, Lullabies’ ‘ছাড়াও বিভিন্ন যৌথ ও একক সম্পাদনাকাজ; এর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো : ‘বাংলাদেশের ছোটগল্প / নব্বইয়ের দশক’ (এককভাবে সম্পাদিত), ‘গাঁথাগল্প’ (যৌথ সম্পাদনা), ‘লেখকের কথা’ (যৌথ সম্পাদনা), ‘অ্যালিস মানরোর নির্বাচিত গল্প’ (যৌথ সম্পাদনা), ‘Women Writing from Bengal’ (যৌথ সম্পাদনা) ইত্যাদি। গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে ‘ভাষাশহীদ আবুল বরকত’ শিরোনামে। এছাড়াও ২০১৬ বইমেলায়, বেরিয়েছে লেখকের আত্মজীবনভিত্তিক অনবদ্য আখ্যানকথা ‘মায়াপারাবার’।
চলতি বছর ২০১৭ বইমেলায় বেরোনো ‘নির্বাচিত গল্প’ বইটি লেখকের সাতটি পৃথক গল্পগ্রন্থের থেকে চয়িত ৩৫টি গল্পের্ সম্মিলন। এই বই প্রকাশের মধ্য দিয়ে লেখকের একক গল্পগ্রন্থগুলোর দুষ্প্রাপ্যতা খানিকটা হলেও দূরীভূত হতে চলেছে বলা যায়। দীর্ঘ দুই দশকের পরিসরে ছেপে বেরোনো বইগুলো পুনর্মুদ্রণের অভাবে পাঠকের প্রাপ্যতার বাইরেই ছিল এতদিন। বর্তমান সংকলন সেই অভাব পূরণ করতে অনেকাংশেই সফল হবে বলে লেখক ও সংকলনটির সম্পাদক সূত্রে জানা গেছে।
এই বইটি প্রকাশ করেছে ‘চৈতন্য প্রকাশন’। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী চারু পিন্টু। প্রায় সাড়ে-তিনশো পৃষ্ঠার বইটির গায়ে মূল্য ধার্য রয়েছে সাড়ে-চারশো টাকা।
২০১৭ বইমেলায় চৈতন্য প্রকাশনীর স্টল নাম্বার ৬৩৪-৬৩৫ সোহরাওয়ার্দী উদ্যান।
নির্বাচিত গল্প ।। লেখক পাপড়ি রহমান ।। পরিকল্পন, সংকলন ও সম্পাদন : খালেদ উদ-দীন ।। প্রচ্ছদ : চারু পিন্টু ।। প্রকাশক : চৈতন্য প্রকাশন ।। মূল্য : ৪৫০ টাকা ।। প্রকাশকাল : অমর একুশে বইমেলা ২০১৭, ঢাকা