নির্মোহ ছায়াঘেরা জীবন ও মৃত্যুর মায়াবী চাদর । পিয়ালী বসু
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৬, ১১:৫৬ অপরাহ্ণ, | ১৫৬০ বার পঠিত
“God is a Concept
by which we measure
our pain”
:
আদিগন্তবিস্তৃত কাচের দেওয়াল
পাতা ঝরার নিস্তব্ধতা ভেদ করে চিবুক থেকে একশো মাইল পেরিয়ে
প্রিয়তর বাক্য মেপে … ক্ষয়িষ্ণুতা শেষ আত্মস্নান সারছে
:
বুকভর্তি সমুদ্র পাড় ভাঙছে
আকাশ ছোঁয়া শূন্যতা নিয়ে অব্যক্ত ফেরারি মন সময়ের শেষ সাক্ষ্যে
গোপন কুয়াশাগুলিকে আশ্চর্য এক মায়াময় পর্দায় আবিল করে তুলছে
:
মেনে নেওয়া এখন বেশ সহজ । জন্ম নয় , মৃত্যুই একমাত্র স্থির অবয়ব , বিকেল পোড়া গন্ধে ভীষণ চেনা নস্টালজিয়ার গন্ধ যাকে ‘মৃত্যুপূর্ব শেষ আবেগের ভাষা’ বলে চিহ্নিত করে ।
:
প্রতি রাতে ইনসমনিয়া’র ঘোরে অন্তঃস্থ ভাবনাটি ‘কবিতা’র আকার নেয় ঠিকই , তবুও ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বুঝতে পারি , রাতগুলি আসলে প্রতিসম , … চেপে রাখা , সুপ্ত শ্বাসগুলি’কে বাহ্যিক উলম্বতা দেওয়ার জন্য এমন রাতই আবশ্যক ।
:
” The dream is over
What can I say?
The dream is over
Yesterday
I was the dream weaver
But now I’m reborn “
:
২
নবজন্ম । পুনর্জন্ম । নাকি একই জন্মের দ্বিতীয় অধ্যায় ?
:
ধ্যানস্থ …সুদূরপ্রসারী নির্মোহ ছায়াঘেরা জীবন ছুঁয়ে এবার স্বাদ পেতে চাই পরজন্মের । মুখরিত প্রতিটি সন্ধে’ই বুঝিয়ে দেয় , সেদিনের দিনটার বিশেষ বিশিষ্টতার কথা ।
:
” I love you without knowing how, or when, or from where.
I love you straightforwardly, without complexities or pride;
so I love you because I know no other way”
:
স্মৃতির মানচিত্র থেকে তুলে আনা ছবি মিলিয়ে, সঞ্চয় ভাঙিয়ে, এ শহরে মৃত্যু নামে । ঝিলের ধারে শেষ বিকেল , আদুরে চুম্বন … সময়ের কোলাজে ‘স্মৃতি’ হয়ে বাঁচে ।
:
অনেক কথা বলার ছিল
শোনার ছিল তার থেকেও অনেক …অনেক বেশী
তবুও ছায়া সরে … স্মৃতি পিছুটানে
সময়ের সাক্ষ্য হিসেবে বেঁচে থাকে ভালবাসা
আজানে … মল্লারে …পূরবী’তে
৩
একাত্মবোধে ভালবাসা বাঁচে কি ? নাকি প্রয়োজন পড়ে মৃত্যুর সেলোফিন স্বচ্ছতা ? প্রিয় চন্দন চিতা সাজাতে সাজাতে মনে পড়ে কি ফেলে আসা সেই স্মৃতি -মাস ?
সূর্য ঠিকরে যাওয়া আলোয় একবার বরং দেখে নেওয়া যাক বেহিসাবি , সীমানা পেরোনো সেই সব ‘বে ইন্তেহা ‘ ভালবাসাগুলি ।
:
শামুকখোল জুড়ে থাকা সেই সব কথাগুলি’র সূচনা নব্বইয়ের নিরুদ্দেশ শহরে। টুকরো মনখারাপের মাঝে যেমন ইতস্তত কথা’রা জায়গা নেয় , তেমনই নিয়েছিলো সেদিনও , … বুকের মধ্যে তখন অবিরাম ট্রেন চলাচল , আড়াল অবকাশে চরম বৈধতা পেরনো ঝলসে ওঠা কিছু মুহূর্ত-পালক ।
;
” Love is blindness
I don’t want to see
Won’t you wrap the night
Around me?
Oh my heart
Love is blindness”
:
এসব বলার অবশ্য এখন কোন মানে নেই
যা হবার তা ঘটে গেছে বহুকাল আগে
হিরণ্য সময় চরাচরে এখন অব্যক্ত কিছু বর্ণমালার শেষ আত্মস্নান
সবটাই ‘প্রথাগত ভুল’ ছিল , একথা ভেবে নিলে, বেকসুর বিশ্বাসের স্তম্ভে কিছুটা শান্তি আসে । সম্মতি নয় , বরং বিরতিই আবশ্যক … “When you don’t fit in, be sure to stand out “
:
” If I call out your name like a prayer,
Would you leave me alone with my tears?
Knowing I need you so,
Would you still turn and go?
This time,
Be different, “
:
ছায়া নয় , ছায়ার অসুখ জানে
সময় একদিন প্রথা মেপে ভাড়াটে শরীর ছেড়ে যায়
উষ্ণতার ওম বুনতে এই মুহূর্তে তাই ম্রিত্যু’ই শ্রেয়
:
ঈশ্বর নয়
পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে
সেই সব বাতিল প্রেমের কথা মনে আসবে হয়তো
পরিকল্পিত মৃত্যু চাই এবার …… অতর্কিত নেমেসিস নয়
:
বাকি পথটুকু বেশ সহজ ।
চলে যাওয়ার পরের ফাঁকা জায়গাটা বাদামের খোলার ভিতর আঁকা , ওয়াটার কালারের অনুষঙ্গ মনে করাবে আপনাদের ।
:
যাবার আগে নতজানু প্রকৃতিসত্তা …
এইবারে জেনে নাও
মৃত্যু’ আসলে পুনরায় ফিরে আসার সিম্বলিক আলো আলফাজ্