শব্দঋণ ও ম্যাভিক অবসন্নতা । পিয়ালী বসু
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০১ পূর্বাহ্ণ, | ১৫৫১ বার পঠিত
কবি পিয়ালী বসু’র কবিতার বই শব্দঋণ ও ম্যাভিক অবসন্নতা বের হয়েছে ২০১৮ সালের একুশে বই মেলায়। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী স্বস্তি বসু এবং প্রকাশ হয়েছে নবপত্র প্রকাশন থেকে। বইটি একুশে বইমেলা ছাড়াও বাংলাদেশ ও ভারতের বুকস্টল গুলোতে পাওয়া যাবে। বইয়ের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।
নারী
নিষিদ্ধ আলোর পাশে মুখোশহীন নষ্টজন্ম
দু হাতে ধরে থাকা স্তন ও অন্ধ ব্রীড়া
দৃষ্টিহীন বাক্যের বহিরঙ্গে অবিরত কাটাছেঁড়া
যোনি ছুঁয়ে যাওয়া নীরব আর্তনাদ
সম্পর্কের নিরস এই অভিঘাত কে
আমি ‘নারী ‘ নামে ডাকি
২
এস্কেপিজম
বিশেষ কিছু নয়
অজস্র অনিশ্চয়তা সরিয়ে … লেটস মিট সাম আদার ডে
ধোঁয়া ওঠা প্রথম কফি … গরাদহীন জানলা
…শেষ বিকেলের নৈঃশব্দ্য
মুহূর্তে আটকে থাকা চোখ বিশ্বাসজনক পারফিউম …
… আঙ্গুল পর্ব
বিশেষ কিছু নয়
রাতচোরা শব্দ … তরল ক্ষমা … অন্তহীন আকর পরমায়ু
এসব কিছু নয় … শুধু এক ‘পাখী জন্ম ‘ চাই
৩
উপকথা
” We don’t remember days …
We remember moments “
মুহূর্তের স্প্লিনটার ভেদ করে
দিনগুলি শোকের প্রাত্যহিক সেমিনারের আড়ালে
বিষাদের নিভৃত তালিকা তৈরি করে
শার্সির ওপাশে
জলপাই গাছ , , সূর্য প্রহর , , দীর্ঘশ্বাসের বার্তাসমূহ
কবিতার অবয়বে মূর্ত হয়ে ওঠে
রোদে পুড়ে , , জলে ভিজে
আরও শানিত হয় মাঝবিকেলের দুঃখের বিস্ফার
I’ve grown used to my own hands touch
… instead of another’s
আটপৌরে জীবন জুড়ে
অহং ও অন্ধকার , , অল্পমেয়াদী স্বল্পবাস
প্রাত্যহিকে , , আজীবন বন্ধক রাখতে বাধ্য হয়