কথাকলি’র আড্ডাবাজিতে চলে গল্প আর গানের নেশা (ভিডিও)
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০১৬, ১:০৮ পূর্বাহ্ণ, | ২৬৯১ বার পঠিত
সুবর্ণ বাগচী : নাটকের মহড়াকক্ষ সারদা হলে প্রায়ই রিয়ারসেলের ফাক-ফোকরে আড্ডা হয়, তবে গত ৬ ডিসেম্বর ছিলো একটু ব্যতিক্রম, ভারতের দূরদর্শনের সংগীত শিল্পী শ্রী-কবিতা রায় ও শ্রী-রমন রায় এর উপস্থিতি। তাদের সাথে কিছু ক্ষণ সময় কাটাতে কথাকলি সদস্যদের মধ্যে অনেক গুলো মুখ দেখতে পাওয়া যায় যাদের ছায়া এঘরে অনেক দিন হয় পড়েনি। বলা যায় ভালো একটা দিন গেলো আড্ডাবাজিতে। ঐ দিন আমাদের আরেক সদস্য অর্থাৎ কথাকলির প্রাক্তন সভাপতি শামীমা চৌধুরী(আপা)র ও জন্মদিন ছিলো। অতিথিকে সম্মান ও জন্মদিনের কেক কাটাকে সামনে রেখে চলে গল্প আড্ডা আর গানবাজি। ঐদিন আড্ডায় যারা ছিলেন তাদের কয়েক জনের নাম নিচে উল্লেখ্য করছি।
শ্রী-অরিন্তম দত্ত চন্দন, অশোক কুমার নাগ (কাষ্কান), মনজুর আহমদ চৌধুরী, আমিরুল ইসলাম বাবু, শামসুল বাসিত শেরো, নীলাঞ্জন দাশ টুকু, কুমকুম হাজেরা মারুফা, অশোক দত্ত, ড. এম শহীদুল ইসলাম, অরূপ শ্যাম বাজৃপৗ, মোঃ জহির মান লায়েক, শামীম আহমদ, চমক সরকার, মু. আনোয়ার হোসেন রনি, কৃষ্ণা তালুকদার কণিকা, রোহেনা দিপু, নয়ন তালুকদার, প্রলয় দে, লিপি রাণী মোদক, ফাতেমা রশিদ সাবা, মিথিলা দাস সিরাজ উদ্দিন সিরাজ, আহমদ সায়েম এবং কথাকলির প্রতিষ্ঠাকালীন সভাপতি সুবিমল সেনাপতি।