ছায়াচিবুকে ছায়াস্নান:Under the net of a last kiss । পিয়ালী বসু
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৬, ১১:৪৭ অপরাহ্ণ, | ১৮৫৮ বার পঠিত
অন্তরালে ব্যাপ্ত হওয়া শিখছি
নিভৃতির অতলান্ত জুড়ে থাকা নৈঃশব্দ্য … নিঃস্ব এ জন্ম
আলোছায়ার নকশা-ঘর … ছুঁয়ে থাকা বাতিল ফ্রেম
ক্লান্তির গভীরতা … বিম্বহীন দৃষ্টিবাণ … সম্পর্কের পিছুটান
ভুলে যাচ্ছি …… এ জন্ম মাসে
Because everything Dies….
The dusk and the dawn … and the drowning Love
২
“if I touched the earth,
It would crumble;
It is so sad and beautiful,
So tremulously like a dream. ” — Dylan Thomas
আনত দৃষ্টিজুড়ে আচমকা আহত বজ্রপাত
মৃত শহরের ইতিবৃত্ত জুড়ে স্যাক্সোফোনের মৃদু মৃত্যুতান
বিগত শতাব্দীর নিঃশ্বাস জমে থাকা ঘরটায় …স্পর্শের শূন্য পোজিশন
মুহূর্তের ছায়াসিঁড়ি … দূরতর তিলগন্ধী দাগ
পাথরের প্যালেট … দিকচিহ্নসূচক রঙিন কালার স্প্ল্যাশ
বর্তমানের গম্বুজ থেকে ধীরে ধীরে সরে যায় ক্যামেরার থ্রেশহোল্ড
নিরাপদ হতে থাকে জমে থাকা স্বপ্নের অক্ষর
উৎসব শেষ …
এখন থিতু হবার সময় … বুকের বাঁদিক ঘেঁষে থাকা অ্যাফেকশনে
৩
“I love you as certain dark things are to be loved,
in secret, between the shadow and the soul.”
― Pablo Neruda
দৃশ্যের আর্দ্রতা কমছে
নাজুক সন্ধেগুলি বাতিল হয়ে যাচ্ছে অপ্রেমের ঔদাসীন্যয়
সরে যাচ্ছে … ‘ঝিলের ধারের শেষ বিকেল
জলরঙা শহরে … আকাশ ছোঁয়া আভিজাত্য ভেদ করে
স্পষ্ট হয়ে উঠছে বন্ধ্যা সম্ভাবনা
সময়ের স্বাক্ষরে অনিশ্চয়তার আত্মীয়তা
আরাধ্য বিকেল জুড়ে থাকা প্রবাদপ্রতিম বিষাদ
তবুও … ভাসমান ঋতু জুড়ে মিশে থাকা আদুরে নালিশ
নিমগ্ন সাধনা … ছুঁয়ে দেখা ঠোঁট – আয়ুরেখা
প্রেম আর বোধের নিরিখে …. নির্ধারিত হচ্ছে ছায়ানাটকের প্রেক্ষাপট
বেঁচে থাকার পাসওয়ার্ডে এখন … প্রস্থানের শেষ স্বীকারোক্তি
“… and I will be waiting for you, as in an empty station
when the trains are parked off somewhere else, asleep. “