উদযাপন ও অন্যান্য কবিতা । পিয়ালী বসু
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ৭:২৯ পূর্বাহ্ণ, | ২৫৮৬ বার পঠিত

অনিশ্চিত
শর্তাধীন বৈরাগ্যের টাইম স্প্যান পেরিয়ে
আপাতত স্থিত সম্পর্কের আকস্মিক মেঘসঞ্চারে মনোনিবেশ করছি
দ্বিধাহীন প্রতিটি স্পর্শ এখন বিরহ সঙ্গীতের স্বীকারোক্তি হিসেবে চিহ্নিত
সময় জানে… জীবনের অনিশ্চিত ইস্তেহার চিরকাল অন্তর্মুখী
উদযাপন
মধ্যরাত্রি
ডায়েরীর ইতস্তত ছেঁড়া পাতায় কর্তিত জিহ্বার ঘ্রাণ
অযাচিত ক্রমব্যবহারের পর
স্নায়ু ক্লান্ত হয়… ন্যুনতম শব্দগুলিকেও আলোচনা’ মনে হয়
তবুও অক্ষরের মৃত্যুকাল পেরিয়ে
কবিতা’র উদযাপন সম্ভবপর হয়… স্রোতের উজানে
আমেন
দ্বিভাষী শব্দগুলি তোমার ফেরার অপেক্ষায়
শীততাপ নিয়ন্ত্রিত ঘরে এই মুহূর্তে দীর্ঘ ছুটি কাটাচ্ছে
শারীরিক অসুস্থতা’কে খাতার ভাঁজে বন্দী রেখে
তোমায় আমার মতন করে চেনার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি
ঘৃণা… একবার এ শহরে এসো প্লিজ
প্রেম
আনুষঙ্গিক ঘূর্ণি মেপে দৃশ্যের আড়াল ঘটছে
শরীরে অন্ধকার মিশিয়ে পার হওয়া বিপ্রতীপ পথ
সমস্ত অনুশোচনা শেষে জ্যোৎস্না মাখছে
আর জ্বরে পুড়ে যাওয়া ঠোঁট জুড়ে ‘তুমি’ আসছো… আদর
মৃত্যু
মৃত্যু আসলে চলে যাবার ভাষা
তবুও…
কৃতজ্ঞতা— চেনা ঋণের স্রোত ডিঙিয়ে
সময়কে পেরিয়ে চলা
কোনো এক অনন্ত রাত্রির নীচে
হারানো রাজত্বের মানচিত্র হাতে নিয়ে
সরলরেখায় মিলিত হওয়া যাবে নাহয় অন্য কোন—দিন