সিনেমা পারাদিসো লইয়া কাবজাব । আবু তাহের তারেক
প্রকাশিত হয়েছে : 20 July 2016, 12:18 am, | ২০৩১ বার পঠিত

সিনেমা পারাদিসো দেখার পর কারো কি ইচ্ছা হইছিলো দূরে, প্রবাসে যাইবার?
বাইরাইবার ইচ্ছা তো আগ থিকাই ছিল আমার। পারাদিসো, ম্যাডনেস ঢুকাইয়া দিল আর কি। তো, বাহির আমি হইলাম।…
হইবার পর তো দেখতেছি— অনেক হিসাব আগে করি নাইক্কা। এই যে পারাদিসো সিনেমায় জার্নির কথা বলল—দূরে যাইবার কথা, এখন; এই দূর থিকা ফিইরা গিয়া, কারে পাইবেন আপনি? তো, বাহির হওয়া আর ফিইরা যাওয়ার মাঝখানে যে জীবন, যে বিপন্নতা, হেইটা পারাদিসো সিনেমায় পাই নাই। যা পাই, তা হইল— নায়কের ফুটফুটে এক বাল্যকাল আর তীর্থ যাত্রার পরের মিলন। এর লাগি, পারাদিসো সিনেমা হয়তো যতটা সুগম, মোলায়েম আর তৃপ্তির— ততটা শ্বাসরুদ্ধকর না।
তো, পারাদিসো সিনেমায় যে জার্নির অনুপস্থিতি, সেইটারে ওডিসির কাহিনী দিয়া পুরা করন যায়?
জীবনের প্রাইম টাইমে আপনি জিন্দেগীর পথে বাইরাইলেন। তো, জিন্দেগী আপনারে কত কালাপানির ঘাট দেখায়। কত হালার পুতামি করে। যখন আইলেন, আপনার চুল গেল পাইকা। চামড়া গেল কুঁচকাইয়া। তো থাকল টা কী? ওডিসিউসের লাগি পেনিলোপির হাহাকার রইল। আর রইল, বাড়িতে ফেরার লাগি ওডিসিউসের সংগ্রাম।
জীবন কি তাইলে স্বপ্নই একটা, যা বাস্তব হইব বইলা, আর হয়না? আসলে, সিনেমা পারাদিসো বা ওডিসিউস যে জার্নির কথা আমরারে কয়, বিদেশ আসুন বা নাই আসুন; সে জার্নি তো কম বেশ সবার জীবনেই থাকে আমরার, না? এইসব ভাবতেছি, আর চিন্তা করতেছি— পারাদিসো সিনেমায় হলুদের এতো গাঢ়ত্ব ছিল কেন? আমরার লাইফে যে জার্নি— উইয়ার্ড, আনহোপফুল; তার বেদনারে তুইলা ধরবার লাগি?
বাট সিনেমা পারাদিসো, ওডিসি— এইগুলা তো জীবনের জয়গানই গাইছে। জীবন তো মিঠা ই।…