সিলেটে বৈশাখী চারুকলা উৎসব
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৬, ৮:১৪ পূর্বাহ্ণ, | ২৮৭৩ বার পঠিত

রাশপ্রিন্ট ডেস্ক : শুরু হয়েছে সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের বার্ষিক চারুকলা উৎসব। নগরীর রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গনে আয়োজিত উৎসব একটানা দশদিন চলবে। বাংলা নববর্ষ সামনে রেখে আয়োজিত বৈশাখী চারুকলা উৎসবের উদ্বোধন হয়ে গেল ৫ এপ্রিল অপরাহ্ণে। শিল্পী অলকেশ ঘোষ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সমুজদার ও শিল্পানুরাগী অতিথি-অভ্যাগতদের উপস্থিতিতে।

চিত্রকর্ম : অরবিন্দ দাস গুপ্ত
উৎসবের অন্তর্গত অনুষ্ঠানগুচ্ছের মধ্যে সংগত কারণেই চিত্রকলা প্রাধান্য পেয়েছে। এর ভেতরে প্রদর্শনীই রয়েছে পৃথক তিনটি। শিক্ষার্থী শিশুদের আঁকা নিয়ে একাংশে একটি প্রদর্শনী ছাড়াও রয়েছে ‘তারুণ্যের চিত্রকর্ম’ নামে একটি আলাদা প্রদর্শনী। কিন্তু সমাগত কলারসিকদের সবচেয়ে বেশি আগ্রহ লক্ষ করা গেছে শিল্পী অরবিন্দ দাসগুপ্তের চিত্রপ্রদর্শনীটি ঘিরে। বর্ষীয়ান এই শিল্পী দীর্ঘদিনের বিরতির পরে এবারে তাঁর তৃতীয় প্রদর্শনী নিয়ে প্রকাশিত হয়েছেন। অনধিক তিরিশটি বিভিন্ন মাপের ও মাধ্যমবৈভবে ঋদ্ধ ছবি প্রদর্শনীতে দেখার সুযোগ পাচ্ছেন কলানুরাগীরা।

অটিস্টিক শিশুদের আঁকা ছবি
‘দুঃখ করো না, বাঁচো’ প্রদর্শনীশীর্ষ সম্বলিত ছবির রাজ্যে দীর্ঘ পাঁচ দশকের পথ পেরোনো অরবিন্দ গুপ্তের শিল্পীজীবনের বাঁক, বিভূতি ও দৈনন্দিন উৎরাই-চড়াই, উত্তরণ ও অভিপ্রেত পুনরাবর্তনের চিহ্ন ধরা রয়েছে। ২০০৬ সালে প্রয়াত শিল্পী শাহ আলমের নামানুসারে প্রবর্তিত শিল্প-ও-শিল্পী পৃষ্ঠপোষণাকারী প্রতিষ্ঠান ‘শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস’-এর প্রযোজনায় সিলেটের চিত্রশিল্পশিক্ষায় নিবেদিতপ্রাণ শিল্পী অরবিন্দ দাসগুপ্তের এই একক প্রদর্শনীর আয়োজন।

তারুণ্যের চিত্রকর্ম
গোটা উৎসব আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। আয়োজক তরফ থেকে জানা যায় যে পয়লা বৈশাখের বর্ণাঢ্য মুখরতার ভিতর দিয়েই উৎসবের সমাপ্তি অধিবেশন আয়োজনের যাবতীয় জোগাড়যন্ত্র সম্পন্ন হয়েছে। এই সার্বিক আয়োজনে জেলা প্রশাসন সিলেটের সহযোগিতা পাওয়া গিয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।
উল্লেখ্য, প্রচণ্ড ঝড়বাদলের বিদ্যুৎবিঘ্নিত সন্ধ্যাবেলার শহরে শতাধিক শিল্পশুভানুধ্যায়ীর উপস্থিতিতে উদ্বোধনী সন্ধ্যায় আরও উপস্থিত ছিলেন মদন মহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক নিজামউদ্দিন লস্কর, নাট্যকর্মী শামসুল বাসিত শেরো, সিলেট মেট্রোপলিটন প্যুলিসের উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম প্রমুখ।