সাস্ট-স্বপ্নোত্থান বইমেলা ২০১৬
প্রকাশিত হয়েছে : 21 March 2016, 8:33 am, | ২১৫১ বার পঠিত

শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘সাস্ট সাহিত্য সংসদ’ ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নোত্থান’ আয়োজিত বইমেলা ২০১৬। স্বাধীনতার মাস মার্চের শেষ প্রান্তিকের পয়লা দিনে শুরু-হওয়া মেলা ৩১ মার্চ পর্যন্ত চলবে।
আয়োজকদের সূত্র বরাতে জানা গিয়েছে, বইয়ের খুচরো দোকানগুলো নয় বরং প্রকাশনীগুলোর সরাসরি অংশগ্রহণে এই মেলা প্রাণবন্ত হয়ে উঠতে চলেছে। ক্যাম্পাসের অধিবাসী শিক্ষক-শিক্ষার্থী-কর্মক-কলাকুশলী ছাড়াও নগরীর এবং গোটা সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে বইপ্রীতিপূর্ণ পাঠক ও ক্রেতা এসে এই মেলায় শামিল হবেন বলে আয়োজকপক্ষের সকলে আশা করছেন।
খ্যাতনামা ১৫টি প্রকাশনী সাস্ট ক্যাম্পাসে আয়োজিত বইমেলায় তাদের বইয়ের পসরা সাজিয়ে বসেছেন ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মেয়াদে নিয়মিত পাঠক-লেখক ও ক্রেতাদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বইয়ের বাজার ও বিপণন ব্যবস্থাটাকে একটু প্রসারিত করার স্বপ্ন নিয়ে। এই আয়োজনে সহ-পৃষ্ঠপোষকতা করছে দেশের তিনটে খ্যাতকীর্ত প্রকাশনালয় ‘ইত্যাদি’, ‘চৈতন্য’ এবং ‘নাগরী’; এছাড়াও ‘সুপার ডেকোরেটার্স’ অন্যতম সহ-পৃষ্ঠপোষক। সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘মার্লিন বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’।
৩১ মার্চ পর্যন্ত অব্যাহত বইমেলার রোজকার সময়সূচি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা এবং শুক্রবার ও শনিবার মেলা বিকাল ৩টা থেকে রাত ৮টা। পাঠকের কাছে সাশ্রয়ী মূল্যে বেশি বই কেনার আহ্বান জোরালো করার অভিপ্রায়ে অংশগ্রাহী ১৫ প্রকাশনীর বই ২৫% হ্রাসকৃত মূল্যে বিক্রয় করা হচ্ছে।
দৈনিক দ্রষ্টব্য ওয়েবপত্রিকা রাশপ্রিন্ট ছাড়াও দেশের আরও পাঁচটি কাগুজে ও অনলাইন পত্রিকা সাস্ট-স্বপ্নোত্থান বইমেলা আয়োজনের সঙ্গে মিডিয়া পার্টনার হিশেবে কাজ করছে।