বইটি পেতে হইলে মেলা পর্যন্ত আসতে হইব
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১:৪১ অপরাহ্ণ, | ১৭০৭ বার পঠিত
সুবর্ণ বাগচী : গল্প নিতে হইলে আপনাকে শহরের ঠিকানায় পৌঁছাইতে হইব, গল্প জানতে হইলেও তাই করতে হইব যা হক্কলে করে থাকে। হ্যাঁ আমি পাপড়ি রহমান র কথাই বলতাছি। উনি একখান গল্প বাঁধছেন যা এইবার মেলায় উঠছে। মাঝে মাঝে এর ওর হাতে ও দেখা খায়, কেউ চানাচুর খাইতেছে কিন্তু বগলে বইখার লেজ দেখা যায়, হাঠতে গেলেও দেখা যায় বইয়ের একখানা লাল লেজ বের হয়ে আছে। আপনি ও চাইলে একখানা বই হাতের চিপায় রাখতে পারেন শহর কিংবা ঊনশহরের গল্প। বই খানা চৈতন্য প্রকাশনী বের করছে। তাদের ঠিকানা হইতাছে সোহরাওয়ার্দী উদ্যান : স্টল নং : ১৫৬ এবং বহেরাতলা লিটলম্যাগ চত্বর : স্টল নং : ৫২। আপনার কপিটি আজই সংগ্রহ করুণ।