মাসুদ খানের বই আসছে আগামী কাল
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২:৪০ অপরাহ্ণ, | ১৮৮৭ বার পঠিত
সুবর্ণ বাগচী : বগুড়া, মহাস্থানগড় ও আশপাশের অঞ্চল জুড়ে বিস্তৃত এর আখ্যানভাগ। লেখক ও অপরাপর কবিসাহিত্যিকদের সাহিত্যযাপন, ছোট-ছোট বাস্তব ঘটনা, টুকরো চিত্র আর তাদের সঙ্গে ধীরে ধীরে এসে মিশে যাওয়া কিছু অলীক চরিত্র, ফ্যান্টাসি ঘটনা, বাস্তব আর অবাস্তব মিলে-মিলে-যাওয়া প্রচুর চুম্বককাহিনিতে ভরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা। লেখক দেখে যাচ্ছেন, কখনো জড়িয়েও পড়ছেন, আর একের পর এক গল্প বলে চলেছেন অকপট ভঙ্গিতে, নির্মেদ ভাষায়।
উপাখ্যানের মধ্যভাগ থেকে আবির্ভূত হবেন এক অদ্ভুত, আধো-বাস্তব, আধো-অলীক চরিত্র। হকসেদ। কবে কোত্থেকে এসেছে, কেউ জানে না। পেশায় ছিঁচকে চোর, স্বভাবে দুশ্চরিত্র, কিন্তু মহাজ্ঞানী, মহাপণ্ডিত। সময়, ইতিহাস ও ভূগোলের বাইরে থেকে উঠে আসা বিশালদেহী এক রহস্যমানব। তার আবির্ভাব, তার সম্মোহন, তীক্ষ্ণ তির্যক অবলোকন, শৃগাল ও কাককে মানুষের ভাষা শেখানো, বিচিত্র সব কীর্তিকাণ্ড, তারপর একদিন দলবলসহ তার উত্তরমুখীন অগস্ত্যযাত্রা… যাত্রাপথের দুই ধারে বাস্তব-ও-ফ্যান্টাসি-মেশামেশি নানা ঘটনাঘটন— আজবগজব ঝড়, শিশুপিরের দরগা, ঠ্যাক-বাহিনী, ‘হ্যান্ডসাম হিটলারে’র জ্যান্ত কথা-বলা ভাস্কর্য, যমদূতদের উৎপাত… শেষে সফরসঙ্গীদেরসহ এক অলীক অরণ্যের ভেতর ঢুকে পড়া… এসবেরই আধিপত্য চলবে উপাখ্যানের শেষভাগ পর্যন্ত। উপাখ্যানটির এক অতিব্যতিক্রমী, দুর্দান্ত বিজলি-চমকানো চরিত্র এই হকসেদ।
আমাদের কবি মাসুদ খান এবার বই মেলায় উনার বই আসছে প্রজাপতি ও জংলি ফুলের উপাখ্যান। হ্যাঁ বইটি আগামী কাল থেকে ২১শে বইমেলায় পাওয়া যাবে চৈতন্য প্রকাশায়।
তাদের স্টল নং ১৫৬, সোহরাওয়ার্দী উদ্যানে এবং বাংলা একাডেমির লিটলম্যাগ চত্বরের ৫২ নং স্টলে।