বই আসছে বই
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ৪:২৯ অপরাহ্ণ, | ১৮৯১ বার পঠিত
সুবর্ণ বাগচী : কেউ বইয়ের মোড়ক উন্মোচন ব্যস্ত, কেউ অটোগ্রাফ দিতে, কেউ মেলা নিয়ে মেলার বাইরেই ব্যস্ত। বই আসছে বই, প্রতিদিনই মেলায় আসছে বই। হা ফেবু পেইজ থেকে জানা গেছে কবি মুহম্মদ ইমদাদ এর তৃতীয় কবিতার বই প্রেগন্যান্ট পাগলি ও অন্যান্য কবিতা নামের বইটি আগামী ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে মেলায় পাওয়া যাবে। বইটি চৈতন্য প্রকাশনি থেকে বের হচ্ছে এবং এর প্রচ্ছদ করেছেন শিল্পী বিধান সাহা।
আগ্রহী পাঠকরা মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে চৈতন্যের ১৫৬ নম্বর স্টলে এবং লিটল ম্যাগাজিন চত্বরে ৫২ নম্বর স্টলে খোঁজ নিতে পারেন।