‘রূপকথা’ একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫৯ অপরাহ্ণ, | ১৭০৬ বার পঠিত
সুবর্ণ বাগচী : মেলার মাঝা-মাঝির দিকে চলে আসছে শিশু কিশোর পত্রিকা রূপকথা। নানান রঙে আঁকা হয়েছে তার প্রচ্ছদ যা শিশু কিশোরদের আনন্দ যোগাবে। ফেবু থেকে পাওয়া তত্ত্বে পাওয়া গেছে পাঠক রূপকথা পত্রিকাটি পড়ে ভাবতে পারেন সুকুমার রায় ও সত্যজিৎ রায় এর সন্দেশ পত্রিকার কথা। তার মানে নানান রঙে আঁকা পত্রিকাটি হাতে নিলে শিশুরা হতাশ হবে না, তাদের সময় কাটানোর জন্য এর পিছনের ব্যক্তিরা অনেক সময় দিয়েছেন যা বাচ্চাদের চিন্তা শক্তিকে শক্তি দিতে সহায় হবে।
রূপকথা পত্রিকাটি ২০১৬ একুশে বইমেলায় এখন পাওয়া যাচ্ছে।






