মঞ্চায়ন হবে ‘মেহেরজান’
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৬, ৩:০৮ পূর্বাহ্ণ, | ১৭৪৪ বার পঠিত
সুবর্ণ বাগচী : সিলেটের স্বনামখ্যাত নাট্যসংগঠন ‘কথাকলি’ অনেক দিন পর তাদের নতুন নাটক মঞ্চস্থ হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুসলমানী গল্প’ অবলম্বনে নাটক মেহেরজান। নাট্যরূপ দিয়েছে মু. আনোয়ার হোসেন রনি। কবি নজরুল অডিটোরিয়াম রিকাবীবাজারে আগামী ২৮ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রথম মঞ্চায়ন হবে নাটকটি। মঞ্চপরিকল্পনা ও নিদের্শনা দিয়েছেন নাট্যজন শামসুল বাসিত শেরো।