জানলার কাচে আধফোটা জল । পার্থ অগাস্টিন
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬, ৪:২৬ অপরাহ্ণ, | ৪৪৬৭ বার পঠিত
খণ্ড কবিতা(জমানো খাতার পাতা ছিঁড়ে-২)
১।
ক্ষুধার স্নায়ুকোষ কাঁপে
অষ্টাদশী প্রেমিকার চুম্বনে।
২।
তুমিই তো—
শরীরে হেঁটে যাওয়া শিহরণ
ছিঁড়ে ছিঁড়ে খাও মগজ
ওই চোখে ঘুরে আমার
মিথ্যা বলার রাত।
৩।
রক্ত মদিরায় নৃত্যরত সিংহনাম
দেহজুড়ে তার চিত্রলীলা অপূর্ব
কাম।
৪।
বহুদূর যেতে যেতে এসে থামি
পথে
জ্বলছে ধূলো,নগ্ন পায়ের তলে
পা আমার ভ্রমণের ইতিহাস।
৫।
শাদা মুখের আদল,মরার মত
কাটে নির্ঘুম রাত আমারও
ঘোড়দৌড় কবেকার থামে শেষে
নিয়ে ফিরে পরাজিত অসুখ।
৬।
যাও ফিরে রোদ—
মৌসুমি রাতে তোমার
ছায়াতেও ভয়।
৭।
দু-মুখো রাস্তায়—
বিষাক্ত চেয়ালের সামনে যখন,
গিলে খেলো স্মৃতির নিউরন
টিকটিকির মৌনতায়,ঝরে পড়া
উদারতায় শিক্ত প্রেমের উপস্থাপন।
৮।
জোছনায় জ্বলে একখণ্ড বরফ।
চড়ুই কাব্য (শ্রাবণে রচিত পঙক্তিমালা)
জানলার কাচে আধফোটা
কামনার জল;
বারবার ছুঁয়ে দেখি প্লবতার
ঢেউ,দেখি হাওয়ার বৃন্দাবন।ধ্রুব
রোশনায় ঐ উড়ে উড়ে যায়…
২.
কাঁটাগাছ লুকায় চড়ুই’র ছল-সে
কাতরায় হিমেল ব্যবধি বুকে।
যেখানে উপহাস সেখানেই বন্দি
ডানা।ডানা দিয়ে আর কত!
৩.
তবুও নেই শব্দের মিল কাচ থেকে
কাচে।যেন বুকের উপরে হাঁটে
পিঁপড়ের দল;পায়ের শব্দে জাগে
চতুর চড়ুই।এখনো রোদের গায়ে
মেঘ লেগে আছে…
৪.
গাঢ় হয় স্মৃতির মেঘনাদ।অজস্র
কবিতায় একে একে সুর মেলানো;
নিজেই নিজের চোখে আঁচড়
কাটি,ঝরাই রোদ্ররাগ…
৫.
ক’ফোটা জল আমাকেও চাতক
বানালো যেন; তৃষ্ণা মিটালো
তাতে ঘাতক চড়ুই।করুণার ছলে
তাকালোনা কাটাগাছ,বুঝলোনা
ব্যাঙের নিনাদ…
৬.
ব্যাঙের ছাতা ঠাঁই দাঁড়িয়ে—
ব্যাঙের অপেক্ষায়।ওখানে চড়ুইনেই,নেই কামনার জল।ফাঁকির
বৃন্দাবন ওখানেই গুম হয়ে যায়…
নিষিদ্ধ লোবান
কফিনটাকে ঠোকরায় কিছু
বেজন্মা ইঁদুর।
তোমরা যা-ই বলো—
প্রেরণাযোগানো দুটি বিষাক্ত
সাপ নিয়ে,আমিও খিলখিলিয়ে
হাসছি; রক্ত-রক্ত খেলায় আমিও
জড়াচ্ছি ঘাতক প্লাবন।
যতোবার দোল খায় মৃত্যুবীজ
ততোবার খসে পড়ে জন্মকুণ্ডলী—
তবুও মনে করিয়ে দিই কলমের
দায়িত্ব,চাবি ও চাবুকের ভ্রান্ত—
কৌশল।
বিভ্রান্ত হবার কারণ
দেখছিনা,প্রিয়;
দু’টি অলিক প্রজাপতি বাজির
তাসের মতো নিরব ভঙ্গিমায়
শুয়ে আছে কবরের উপর—
তোমাদের অপেক্ষায়;
…মৃত অনামিকায় দূর ভবিষ্যত
চাপিয়ে,দায় ও দয়ার দাক্ষিণ্যে
এবার আগামির মশালটি
জ্বালিয়ে এসো…
বেজন্মা ইঁদুরগুলো ঝলসে যায়
আলোর তরবারিতে;আমাকে
ঠোকর দেয় প্রেরণার সাপ।
প্রিয়,নিষিদ্ধ লোবানে তুমিও বুক
পুড়িয়ো…