নয়া অ্যালবাম নিয়ে এল্টন জন
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০১৬, ৬:২৫ অপরাহ্ণ, | ২৬১১ বার পঠিত
রাশপ্রিন্ট ডেস্ক : ফেব্রুয়ারি ২০১৬ প্রথম হপ্তায় এল্টন জন ফিরছেন নয়া অ্যালবাম নিয়ে। এল্টনভক্তদের জন্য খবরটি রীতিমতো নববর্ষের মহার্ঘ্য উপহার!
আটষট্টি বছর বয়সী শিল্পীর সর্বশেষ অ্যালবাম রিলিজ্ হয়েছিল ২০১৩ সালে। সেই হিসাবে এ যেন মেঘ না-চাইতেই বৃষ্টি! সৃজনক্ষম থাকতে পারাটাই, বিশেষত সংগীতে, দীর্ঘ সংগীতপরিক্রমার বাঁক-উপবাঁক পেরিয়ে এতাবধি নিজেকে সচল রাখা গানগাওয়ায় এবং গীতরচনায়, একজন সংগীতজীবীর জন্য অনেক বড় ব্যাপার এইটে। এল্টন জন মাত্র বছর-দুই বিরতির পরে অ্যালবাম প্রকাশের নেপথ্য কর্মকাণ্ড সম্পন্ন করে এনেছেন, দোরগোড়ায় অ্যালবাম রিলিজিং ডেইট, সংগীতপিপাসুদের জন্য সুসংবাদ এইটাই। ক্রিটিক্যাল্ অ্যাপ্রিসিয়েশন্ অনেক পরের কথা। আগে অ্যালবাম বেরোক, ফেব্রুয়ারির ৫ তারিখ ধার্য হয়েছে অ্যালবামমুক্তির দিন হিশেবে, দর্শনদারি ও দোষগুণ বিচার পরে হবে। এই খবরের তথ্যসূত্র ‘রোলিংস্টোন’ পত্রিকার কারেন্ট ইশ্যু অর্থাৎ ৬ জানুয়ারি ২০১৬ সংখ্যা থেকে নেয়া হয়েছে।
এই বয়সেও জন কন্সার্টে-অ্যালবামে সমবয়সী অন্যান্য যে-কোনো সংগীতজীবীর তুলনায় সৃজনশীল অর্থেই সক্রিয়। যদিও বহুপ্রজ নন তিনি, মিডিয়াহাইপ এড়িয়েই চলেন নাইটহুডপ্রাপ্ত জন, কিন্তু মঞ্চে এল্টনের পরিবেশনা মানেই মিউজিকের সমুজদারদের উৎকর্ণ উপস্থিতি। সৃজনোদ্যমী এই শিল্পীর গীতরচনা আর সংগীতায়োজন অব্যাহত রয়েছে সেই দীর্ঘকালের সহযোগী লিরিসিস্ট বার্নি ট্যপিনের সঙ্গে। এছাড়াও জনের গীতরচনায় সামবায়িক সহযোগী হিশেবে এবারেও রয়েছেন ড্যাভি জনস্টোন্ এবং নাইজেল্ ওল্সন্।
মুক্তিপ্রতীক্ষিত সংকলনটির নাম ‘ওয়ান্ডার্ফ্যুল্ ক্রেইজি নাইট’; প্রকাশ করছে মার্কারি/ক্যাপিট্যল্ নামের খ্যাতকীর্ত সংগীতপ্রোডিউসিং ও বিপণন কোম্প্যানি, যারা এল্টন জনের ডাউনটেম্পো ২০১৩ অ্যালবাম ‘দি ডাইভিং বোর্ড’ প্রকাশ করেছিল এর আগে।
উল্লেখ্য, ভুবনবিখ্যাত জন বাংলাদেশেও সংগীতানুরাগীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন গত শতকের আশির দশক থেকে বিশেষভাবেই ‘নিকিতা’, ‘গুডবাই নর্ম্যা জিন্’ প্রভৃতি গানের মধ্য দিয়ে। শেষোক্ত গানটি ট্রিবিউট হিশেবে মেরিলিন মানরো প্রয়াণের পর অন্তেষ্ট্যি-অনুষ্ঠানে গাওয়ার জন্য রচিত হয়েছিল এবং অসাধারণ এই গানটি এল্টনকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। এই গানটিই প্রিন্সেস্ ডায়ানা প্রয়াণোত্তর লিরিক্সটুকু প্রয়োজনীয় পাল্টে নিয়ে রয়্যাল্ ফিউনেরালে গেয়েছিলেন ‘গুডবাই রোজ্ অফ ইংল্যান্ড … ক্যান্ডল্ ইন্ দ্য উইন্ড’ মুখড়া দিয়ে এবং বিশ্বের কোটি কোটি ডায়ানাফ্যানের অশ্রু-উচ্ছ্বসিত শ্রদ্ধা কুড়িয়েছিলেন।