তিন দিনব্যাপী ‘কর্মশালা’ শুরু হয়েছে আজ
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০১৬, ৫:৪১ অপরাহ্ণ, | ২৪৭৬ বার পঠিত
সুবর্ণ বাগচী : ‘প্রযোজনা ভিত্তিক’ তিন দিনব্যাপী কর্মশালা আজ বিকেল ৩ টা থেকে ‘ব্রহ্ম মন্দিরে’ শুরু করেছে সিলেটের অতি পরিচিত নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’।
নৃত্যটা অভিনয়ের খুব কাছা-কাছি যায়গা থেকে করা হয় তাই বাচ্চাদের জড়তা কাটিয়ে ওঠার জন্যই এমন কর্মশালার আয়োজন। শুধু নৃত্যের বাচ্চাদের জন্যই কর্মশালার নয়, আমরা উম্মুক্ত রেখেছি। নাটকে কাজ করছে এমন ছেলে মেয়েরাও এখানে যুক্ত হয়েছে বলে জানালেন নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা যুঁই। জানালেন তারা প্রায়ই এমন কর্মশালা করে থাকেন। এবারের কর্মশালায় সঞ্চালক হিসেবে কাজ করছেন অভিনেতা ও নির্দেশক আনিসুল হক বরুন।
ছোট বড় মিলে কর্মশালায় প্রায় ষাট সত্তর জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। কর্মশালা চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।