খেলার সুযোগ পাওয়াকে ও একটা অর্জন হিসেবেই দেখা যায়
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৫, ৫:১৭ অপরাহ্ণ, | ২৪৪৮ বার পঠিত
সুবর্ণ বাগচী : সাকিবকে আকাশচুম্বী দামে কিনে নিয়েছে পাকিস্তানের সুপার লিগ (পিএসএল)। এমন একটা আবাস পাচ্ছিলাম আগে থেকেই তা জানালেন সাকিব নিজেই। তিনি যে ভাবে খেলে যাচ্ছেন তা যদি স্থায়ী ভাবে ধরা দেয় তার হাতে, তবে দেশ ও তার নিজের জন্য সম্মান বয়ে আনবেই। পিএসএলে সর্বোচ্চ ক্যাটাগরি ‘প্লাটিনাম’ এ ছিলেন সাকিব। সর্বোচ্চ এই ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার; যার বাংলাদেশি মূল্যমান প্রায় ১ কোটি ১২ লাখ টাকা।
সাকিব দারুণ উচ্ছ্বসিত পিএসএলের এমন সুযোগে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া পোস্টে পিএসএলে দল পাওয়াকে ‘দারুণ সুযোগ’ হিসেবে দেখছেন তিনি। সাকিব লিখেছেন, ‘করাচী কিংসের হয়ে পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) খেলা আমার জন্য দারুণ একটা সুযোগ। এরকম বড় একটা ইভেন্টে বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করতে পাওয়া বেশ বড় অর্জন; আর সেটাও যদি হয় ভালবাসার খেলা ক্রিকেটে, তাহলে তো কথাই নেই।’
এবার জানিয়ে রাখি কে কে খেলছেন সাকিবের দলে। তার দল করাচী কিংসের আইকন ক্রিকেটার পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। দলে সোহেল তানভির, মোহাম্মদ আমির, রবি বোপারা, লেন্ডল সিমন্স ও বিলওয়াল ভাট্টির মত ক্রিকেটাররা খেলবেন। খেলার আগে খেলার সুযোগ পাওয়াকে ও একটা অর্জন হিসেবেই দেখা যায়।