খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের সম্মিলনী অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৫, ৬:৫২ অপরাহ্ণ, | ১৮৮১ বার পঠিত
সুবর্ণ বাগচী : সিলেটের সবচেয়ে পুরাতন ইংরেজি মিডিয়াম স্কুল ‘দি সিলেট খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’। গত ১৭ ডিসেম্বর স্কুল কর্তৃক আয়োজিত একটি সম্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়ে গেল ‘Get Together Programe 2015’ শিরোনামে। এটি ছিল অত্যন্ত স্বতঃস্ফূর্তিভরা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। সারাবছর পড়াশোনা আর শিক্ষাকার্যক্রম পরিচালনার পরে একই ক্যাম্পাসে এমন আনন্দআড্ডা আর গানবাজনার আয়োজনে যেন এক অন্যরকম পুলকে মেতে উথেছিল শিক্ষার্থীরা। আনন্দের উচ্ছ্বলতা ছিল তাদের চোখে-মুখে। মেতেছিলেন তাদেরই সঙ্গে আনন্দে শিক্ষকেরাও।
প্রতিষ্ঠানের অধ্যক্ষের স্বাগত বক্তব্যের পরপরই স্কুলের বাচ্চারা তাদের নানাবিধ পরিবেশনা নিয়ে স্টেজে আসতে শুরু করে। প্রথমেই কেজি-ওয়ানের দুই শিশুশিক্ষার্থীর দ্বৈত নৃত্য পরিবেশিত হয়। সঙ্গীতে মৌমিতা সিং প্রিমা, নূরেন আনজুম, নাসিহা আনজুম, সায়মা জাহান অনি, জয়শ্রী দে, মৌমিতা সিং, ইকরামুল হক, ঋত্বিক এবং একক সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষিকা সাদিয়া খানম। কবিতা আবৃত্তি করে ছোট্ট শিক্ষার্থী সানজানা জামান। এবং সঙ্গীত পরিবেশন করেন অতিথিদের মধ্যে জেলার ডেপুটি কমিশনারের কন্যা। একক নৃত্য পরিবেশন করে রামিশা ফারিহা।
বিরতির পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এই পর্বে অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয় সিলেটের সুপরিচিত নৃত্যসংগঠন ‘নৃত্যশৈলী’কে। তাদের পরিবেশনায় ছিল ‘একাত্তরের চিঠি’ অবলম্বনে নৃত্যনাট্য ‘দ্রোহকাল’। নাট্যরূপ দিয়েছেন হুমায়ুন কবির জুয়েল, পরিচালনা নীলাঞ্জনা যুঁই। মঞ্চসজ্জা করেছেন শামসুল বাসিত শেরো, সংগীত পরিচালনায় কমলজিৎ শাওন। চরিত্র রূপায়নে ছিলেন নীলাঞ্জনা যুঁই, সুবর্ণা সাহা, অর্জিতা দাস, চারুশীলা পাল, সাদিয়া খানম, নাজিয়া চৌধুরী, অমৃতা বৈদ্য, আসিফ মোহাম্মদ মোসাদ্দেক, নাহিয়ান চৌধুরী, প্রমা দেবী স্বর্ণা, বাঁধন দাস, অনিন্দিতা তালুকদার, প্রতিভা রায় কেয়া। সার্বিক তত্ত্বাবধানে- বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন ও নীলাঞ্জন দাশ টুকু।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) এম. নাজমুল ইসলাম তাপাদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কর্নেল নূরুল ইসলাম, সদর উদ্দিন আহমদ চৌধুরী, এবং অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক এম ডি জয়নাল আবেদিন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলেরই শিক্ষক হাবিবুর রহমান এবং উপস্থাপনায় ছিলেন রুবাইয়াত বিনতে ওয়াহিদ।