ভূতপ্রেতে লেজেগোবরে অ্যাজেন্ট ০০৭
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫, ৯:৩৩ পূর্বাহ্ণ, | ২২৫৫ বার পঠিত
ইয়ান ফ্লেমিং সৃজিত চরিতালেখ্যটির গল্পাবলম্বনে ‘স্পেক্টর’ ডিরেকশন্ দিয়েছেন স্যাম্ ম্যান্ডেস্। বন্ডম্যুভি হিশেবে এইটা স্যামের দ্বিতীয় পরিচালনা। আউটস্ট্যান্ডিং ডিরেকশন বলা যাবে কি? অন্তত বন্ডলিগ্যাসি বজায় রেখে নতুন কিছু যোগ করতে পেরেছে কি? জিজ্ঞাসার জবাবে জেমস বন্ড ফ্যান কোম্প্যানির সবাই সিনেমাকামরা থেকে বেরিয়ে রেসপোন্স করেন কিভাবে তা-ই এখন দেখার বিষয়। সিনেমাটি নিয়ে ক্রিটিকরা যদিও দ্বিধাবিভক্ত, বরাবরের মতো, মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে দর্শকজরিপেও।
সবচেয়ে বড় খবর হয়েছিল যেটা, এই প্রথমবারের মতো বন্ডহিস্ট্রিতে একজন পঞ্চাশোর্ধ্ব উইডো হচ্ছেন বন্ডগার্ল! হয়েছেনও বাস্তবেরই পঞ্চাশোর্ধ্ব শ্বাসকাড়া দুঁদে অভিনয়শিল্পী মনিকা বেল্যুচি। কিন্তু যতটা গাম্ভীর্য ও এলিগ্যান্স মনিকার অভিব্যক্তিতে বাস্তবেই বিরাজ করে সবসময়, সেইটা কাজে লাগাতে পেরেছেন স্যাম্ সিনেমাখ্যানে? বন্ডগার্লদের খুল্লামখুল্লা সিলসিলা বাদ দিয়াও অন্য কোনোভাবে একটা দাগ-রাখার-মতো চরিত্র গড়ে তুলতে পেরেছে ল্যুসিয়্যা সিয্যারা নাম্নী মনিকাভিনীত অংশটুকু? উত্তর জানতে হলে দেখতে হবে ‘স্পেক্টর’।
এমনিতে জেমস বন্ডের গাড়ি আছে, ঘড়ি আছে, প্যান্ অ্যান্ড আদার ম্যাটেরিয়াল সবই আছে। ‘এম’ ক্যারেক্টারের উপস্থিতি স্পেক্টারের মতো থাকলেও জুডি ডেঞ্চ তো অভিনয় করেন নাই, ন্যাচারাল কারণে এই বয়সে জুডি হয়তো বন্ডবস্ হিশেবে কোনোদিনই অভিনয় করবেন না আর। ডিটোনেটোর আর হ্যানত্যান নানান এক্সপ্লোসিভ দিয়া এমআই-সিক্স অপারেশন অ্যাসাইনমেন্ট নিয়া মাথার-ঘাম-পায়ে-ফেলা অ্যাজেন্ট বন্ড তথা ড্যানিয়েল্ ক্রেইগ কি কিছুটা ক্লান্ত? নতুন বন্ড সার্চ শুরু হবে অচিরেই, নির্ঘাৎ, নিশ্চয় আপনিও সম্ভাব্য অডিশনলাইনে কিয়্যু দিয়া স্ক্রিনটেস্ট দিয়া আসতে পারেন। ব্যায়ামাগারে এইবার ডাম্বেল ও মুগুর দুইটা দুইহাতে বেদম প্র্যাক্টিস্ করতে থাকুন।