কবিতাপত্র’ নতুন সংখ্যা এখন পাঠকের নাগালে
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫, ৭:৫৮ পূর্বাহ্ণ, | ৩০৪৫ বার পঠিত
বাংলাদেশ থেকে বেরোনো ছোটকাগজের স্রোত সম্প্রতি স্তিমিত হয়ে গেলেও ‘কবিতাপত্র’ অব্যাহত রেখেছে নিজের যাত্রা। নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও সম্পাদক সযত্ন সতর্কতায় পত্রিকাটার পথচলা আজও সুগম রেখেছেন এবং ফলে বাংলাদেশের তারুণ্যস্পন্দিত সৃজন ও মননজাগতিক লেখালেখি ঋদ্ধ হয়ে চলেছে এই পত্রিকাসুবাদে। এর আগে একই সম্পাদকের বদৌলতে বাংলা সাহিত্যের দশকভিত্তিক কবিতার হালচাল নিয়ে সুচয়িত পৃথক তিনটি খণ্ড প্রকাশিত হয়েছিল পরপর যথাধারাক্রমে আশি, নব্বই ও প্রথম দশকের কবিতা শিরোনামে। এছাড়াও মুক্তগদ্য সবিশেষ, কবিতা হয়ে-ওঠার গল্প, দীর্ঘ কবিতা, আদিবাসী জনগোষ্ঠীর রচিত সাহিত্য প্রভৃতি বিষয় উপজীব্য করে একেকটা খণ্ড ছোটপত্রিকাপাঠকদের নজর কেড়েছিল।
উল্লেখ্য, সদ্যপ্রয়াত কবি উৎপলকুমার বসু প্রণীত সমগ্র কবিতাকর্ম মুল্যাঙ্কনধর্মী সংখ্যা আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে সম্পাদকতরফ থেকে। পরিকল্পিত কবিশ্রদ্ধার্ঘ্য সংখ্যায় স্মৃতিনিবন্ধ ও কবিতামূল্যাঙ্কনমূলক গদ্য পাঠানোর জন্য উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে সম্ভাব্য অবদায়ক কবি-লেখকদের প্রতি। অত্যন্ত সুমুদ্রিত ও নন্দনমানসম্পন্ন কবিতাপত্র বর্তমান সংখ্যার দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা।
বাংলা সাহিত্যের ছোটকাগজসন্ধানী বিভিন্ন মহলের সঙ্গে আলাপসূত্রে জানা যায়, রাজধানীর বইদোকানগুলোর বাইরে জেলাশহরগুলোতেও পত্রিকাটি বিপণনের ব্যবস্থা গৃহীত হলে উপকৃত হতেন বৃহত্তর পাঠকসমাজ। ‘কবিতাপত্র’ অগ্রযাত্রা অব্যাহত রাখুক, সংশ্লিষ্ট সকলেরই অভিন্ন অভিমত।