অস্বস্তিকর লাগে শীতে খুশকি বাড়লে
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫, ৬:২৩ পূর্বাহ্ণ, | ২৬৩২ বার পঠিত
* চুল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। এ সময়ও নিয়মিত শ্যাম্পু করতে হবে। কেননা বাইরে এখন ধুলাবালি অনেক বেশি। খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই চুলে ধুলো-ময়লা যেন লেগে না থাকে। বাইরের ধুলো-ময়লা থেকে বাঁচতে টুপি বা স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখা যেতে পারে। * প্রতি সপ্তাহে একবার বা ১৫ দিনে একবার ছত্রাকরোধী শ্যাম্পু লাগানো যেতে পারে। ছত্রাকরোধী বা অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু নানা ধরনের হয়ে থাকে। সেলেনিয়াম, পাইরিথিয়ন জিংক, কোল টার, কেটোকোনাজল, স্যালিসাইলিক অ্যাসিড ইত্যাদি রাসায়সিক দেওয়া থাকে এগুলোতে। কোনটা ব্যবহার করবেন, তা জানতে চিকিৎসকের পরামর্শ নিন। আর বোতলের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করুন। চুলে নয়, বরং মাথার ত্বকে ভালো করে ঘষে শ্যাম্পু লাগান এবং পাঁচ মিনিট তা মাথায় রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। শ্যাম্পু ত্বকে লেগে থাকলে পরে জ্বালা করতে পারে। * ভেজা চুল বেঁধে রাখা যাবে না। ভালো করে পানি মুছে স্বাভাবিকভাবে চুল শুকাতে হবে। শুকানোর পর মাথার ত্বক থেকে ধীরে ধীরে নিচ পর্যন্ত কয়েকবার আঁচড়াবেন। এতে মৃত ত্বক উঠে যাবে। * অন্যের চিরুনি, তোয়ালে বা বালিশ ব্যবহার করা ঠিক নয়, বিশেষ করে যাঁদের খুশকি আছে, তাঁদেরটা তো নয়ই। * একবার খুশকি নিয়ন্ত্রণে চলে এলে খুশকিরোধী শ্যাম্পু ঘন ঘন ব্যবহার করবেন না, সাধারণ শ্যাম্পুর ব্যবহার শুরু করবেন।
চর্মরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্র : প্রথম আলো